ইউরোপা লিগ থেকে ছিটকে গেল মিলান

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আগেই ইউরোপা লিগের নকআউট পবর্ নিশ্চিত করেছিল আসের্নাল ও চেলসি। বৃহস্পতিবার রাতে ইংলিশ ক্লাব দুটি গ্রæপ পবর্ শেষ করল অপরাজিত থেকে। এফকে কারাবাগকে ১-০ গোলে হারিয়েছে আসের্নাল। আর ভিদির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। তবে অলিম্পিয়াকোসের কাছে ৩-১ গোলের বড় ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে গেছে এসি মিলান। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে ৬০ থেকে ৬৯- এই ৯ মিনিটের মধ্যে দুই গোল হজম করে বসে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। ৭১ মিনিটে ব্যবধানটা কমিয়ে এনেছিলেন ক্রিশ্চিয়ান জাপাতা। কিন্তু ৮১ মিনিটে অলিম্পিয়াকোস তৃতীয় গোল করলে ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায় ইতালিয়ান ক্লাবটির। ৬ ম্যাচে সমান ১০ পয়েন্ট অলিম্পিয়াকোস আর মিলানের। কিন্তু গোল গড়ে এগিয়ে গ্রæপ ‘এফ’ থেকে ইউরোপার দ্বিতীয় রাউন্ডে উতরে গেছে অলিম্পিয়াকোস। এই গ্রæপ থেকে ১২ পয়েন্ট নিয়ে সেরা দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে গেছে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিস। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে কারবাগকে হারিয়ে ‘ই’ গ্রæপের চ্যাম্পিয়ন হয়েছে আসের্নাল। ১৬ মিনিটে গানারদের পক্ষে জয়সূচক গোলটি করেছেন ফরাসি স্ট্রাইকার আলেক্সান্ডার ল্যাকাজেতে। নিচু শটে কারাবাগ গোলরক্ষক ভ্যাগনারকে পরাস্ত করেন তিনি। এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রæপের শীষের্ উনাই এমেরির দল। এদিন ভোরস্কলাকে ৩-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রæপের দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে স্থান করে নিয়েছে স্পোটির্ং লিসবন। হাঙ্গেরিতে চেলসি পড়েছিল হারের শঙ্কায়। যদিও ৩০ মিনিটে উইলিয়ানের গোলে শুরুতে লিড নিয়েছিল তারাই। কিন্তু দুই মিনিট পর ইথান এমপাদুর আত্মঘাতী গোলে সমতায় ফেরে ভিদি। এরপর ৫৬ মিনিটে লুইস নেগোর গোলে এগিয়েও যায় স্বাগতিকরা। শেষ পযর্ন্ত ৭৫ মিনিটে ফ্রিকিক থেকে অলিভিয়ের জিরু গোল করলে হার এড়ায় চেলসি (২-২)। এই ড্রয়েও ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রæপের শীষের্ থেকে নকআউটে পা রাখল বøুজরা। পাওককে ৩-১ গোলে হারিয়ে ৯ পয়েন্ট গ্রæপ রানাসর্আপ হয়েছে বতে বরিসভ। শেষ ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়াও। এদিন তারা ৩-০ গোলে হারিয়েছে ক্রাসনাদরকে।