তিন ফিফটিতে অস্ট্রেলিয়ার দিন

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মাকার্স হ্যারিসকে আউট করে এভাবেই উচ্ছ¡াসে মাতেন ভারতীয় স্পিনার হনুমা বিহারি। যদিও দিনটা হনুমার ভারতের ছিল না, পাথের্ প্রথম দিনে রাজত্ব করেছে হ্যারিসদের অস্ট্রেলিয়া Ñওয়েবসাইট
পাথের্র নতুন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দারুণ শুরু মলিন করে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। মাকার্স হ্যারিস ও অ্যারন ফিঞ্চের একশ ছাড়ানো জুটির পর ব্যাটিং বিপযের্য় পড়েছিল স্বাগতিকরা। তবে দিন শেষে অস্ট্রেলিয়ানদের হাসিই বেশ চওড়া। শুরু আর মাঝের দারুণ দুটি জুটিতে পাথর্ টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। চার পেসারের ভারতকে সামলে সেই দুই জুটিতে বড় অবদান হ্যারিস ও হেডের। প্রথম দিনে অজিরা তুলেছে ৬ উইকেটে ২৭৭ রান। অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে রানের খাতা না খুলে বিদায় নেয়ার পর শেষ ইনিংসে মাত্র ১১ রান করে আউট হয়েছিলেন ফিঞ্চ। পাথর্ টেস্টের দল থেকে বাদ পড়ার শঙ্কায় ছিলেন অজি এ ডানহাতি ওপেনার। কিন্তু টিম পেইন আস্থা রেখেছিলেন তার ওপর। তারই প্রতিদান দিলেন ফিঞ্চ। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে ১০৩ বল খেলে ৬ চারে পেলেন প্রথম হাফসেঞ্চুরির দেখা। ফিঞ্চ ও মাকার্স হ্যারিসের জুটিতে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রানে প্রথম সেশন পার করে অস্ট্রেলিয়া। কিন্তু লাঞ্চের কিছুক্ষণ পর উদ্বোধনী জুটি তিন অঙ্কের ঘরে পেঁৗছে যায়। তবে সেটাকে বেশি লম্বা করতে পারেননি তারা। পঞ্চাশ ছেঁায়ার দুই বল পর জসপ্রিত বুমরাহর এলবিডবিøউর ফঁাদে পড়েন ফিঞ্চ। ৫০ রানে তার বিদায়ে ভাঙে ১১২ রানের উদ্বোধনী জুটি। উইকেটে ঘাস দেখেই ভারত একাদশ সাজিয়েছে চার পেসার নিয়ে। নিজেদের ইতিহাসে মাত্র তৃতীয়বার একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। কাজ চালানোর স্পিন করানোর ভাবনায় রোহিত শমার্র বদলে নেয়া হয়েছে হনুমা বিহারিকে। সেই বিহারি প্রথম দিনেই এনে দিয়েছেন দুটি গুরুত্বপূণর্ উইকেট। ফিঞ্চ ফিরে যাওয়ার পর প্রথম দিনে ভারতের সেরা সময়টুকু আসে।। তিনে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকা উসমান খাওয়াজাকে (৫) ফেরান উমেশ যাদব। দারুণ খেলতে থাকা মাকার্স হ্যারিসকে ৭০ রানে থামান বিহারি। এরপর মোটেও সুবিধা করতে পারেননি পিটার হ্যান্ডসকমও (৭)। দুদার্ন্ত শুরুর পরও ৩৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপযের্য় পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে সেখান থেকে দলকে টেনে নেন ট্রাভিস হেড ও শন মাশর্। পঞ্চম উইকেটে গড়েন ৮৪ রানের জুটি। এই জুটিও ভাঙেন বিহারি। অজিঙ্কা রাহানের দুদার্ন্ত ক্যাচে মাশর্ ফেরেন ৪৫ রানে। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন হেড। ফিফটি করেন ৭০ বলে। কিন্তু ইশান্ত শমার্র দ্বিতীয় নতুন বলে আউট হয়ে যান ওয়ানডে শট খেলে। স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে ৫৮ রানে ক্যাচ দেন থাডর্ম্যানে। অধিনায়ক টিম পেইন (১৬*) ও প্যাট কামিন্স (১১*) কাটিয়ে দেন দিনের বাকি সময়টুকু। ২টি করে উইকেট নেন ইশান্ত শমার্ এবং স্পিনার হনুমা বিহারি। ১টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ এবং উমেষ যাদব।