কোহলি-রাহানের ব্যাটে ভারতের স্বস্তি

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিরাট কোহলি
ইনিংসের শুরুতে স্কোরলাইন দেখে ভীষণ হতাশই হয়েছিলেন ভারতের ক্রিকেট-ভক্তরা। তবে তাদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে। চতুথর্ উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ১৭২ রান তুলে পাথর্ টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। স্বাগতিক অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১৫৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা। তবে ৮২ অপরাজিত থাকা কোহলি আর ৫১ রানে অপরাজিত থাকা রাহানে ভালো কিছুরই আশা দেখাচ্ছেন ভারতকে। অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারত জিতলেও রান পাননি কোহলি। জিদটা বোধ হয় তাই মনে পুষে রেখেছিলেন। সেটাই উগরে দিলেন ব্যাটের ভাষায়। অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে মাত্র ৮ রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল ভারত। শূন্য রানে মিচেল স্টাকের্র বলে সরাসরি বোল্ড হন মুরালি বিজয়। এরপর লোকেশ রাহুলকে (২) বোল্ড করেন জশ হ্যাজলউড। এই বিপযের্য়র মধ্যে ব্যাটিংয়ে নেমে এক প্রান্ত একাই আগলে রাখলেন কোহলি। চেতেশ্বর পূজারা আর অধিনায়কের কল্যাণে প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠতে সক্ষম হয় ভারত। কিন্তু দলীয় ৮২ মিচেল স্টাকের্র দ্বিতীয় শিকার হয়ে পূজারা (২৪) ফিরলে আবারও দুশ্চিন্তায় পড়ে যায় সফরকারী শিবির। তবে কোহলি-রাহানের কল্যাণে সেই দুশ্চিন্তা অবশ্য দূর হয়ে গেছে। নতুন স্টেডিয়ামের বাউন্সি উইকেটে ব্যাটিং কারিশমা দেখিয়ে চলেছেন কোহলি। রাহানেও দারুণ খেলছেন। চতুথর্ উইকেটে দু’জনে মিলে ৩০.৪ ওভার ব্যাটিং করে স্কোরবোডের্ যোগ করেছেন ৯০ রান। উভয়েই পেয়েছে ফিফটির দেখা। কোহলি রয়েছেন সেঞ্চুরির পথে। আজ তৃতীয় দিনে জুটিটা আরও বড় করে তোলার লক্ষ্য নিয়েই খেলতে নামবেন তারা। পাথের্র সবুজ পিচ দেখে মনে হচ্ছিল, এই উইকেটে ব্যাটসম্যানদের চোখের পানি নাকের পানি এক করে ছাড়বেন বোলাররা। কিন্তু মাঠের লড়াইয়ে এখন পযর্ন্ত তেমন কিছুই দেখা যাচ্ছে না। ভারতের চার পেসারের আক্রমণ সামলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছে ৩২৬ রান। ৬ উইকেটে ২৭৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। স্কোরবোডের্ আরও ৪৯ যোগ করে অলআউট হয় তারা। ৪১ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফল বোলার ইশান্ত। দলীয় ৩১০ রানে সপ্তম উইকেট হারায় অজিরা। উমেষ যাদবের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন প্যাট কামিন্স (১৯)। ঠিক পরের ওভারেই জাসপ্রিত বুমরাহর বলে লেগবিফোরের ফঁাদে অধিনায়ক টিম পেইন। ৮৯ বল মোকাবেলায় ৫ বাউন্ডারিতে ৩৮ রান করেন তিনি। পেইন ফেরার পর ৩২৬ রানের মাথায় পরপর দুই বলে মিচেল স্টাকর্ (৬) আর জস হ্যাজলউডকে (৯) তুলে নিয়ে অজিদের গুটিয়ে দেন ইশান্ত শমার্। তার সামনে এখন হ্যাটট্রিকের হাতছানি। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলে উইকেট পেলেই হ্যাটট্রিকটা হয়ে যাবে ইশান্তের।