মালিঙ্গার কঁাধে আবারও লংকান নেতৃত্ব

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অনেকেই লাসিথ মালিঙ্গার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু না, আপাতত তেমনটা হচ্ছে না। লম্বা সময় পর আবারও শ্রীলংকার ওয়ানডে এবং টি২০ দলের অধিনায়ক করা হয়েছে তাকে। মালিঙ্গার সহকারী হিসেবে থাকছেন ডিকওয়েলা। আগামী ৩ জানুয়ারি নিউজিল্যান্ড আর শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। এরপর দুই দল খেলবে একটি টি২০ও। এ জন্য মালিঙ্গাকে অধিনায়ক করে ১৭ সদসস্যের দল ঘোষণা করেছে লংকান ক্রিকেট বোডর্। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে শ্রীলংকার নেতৃত্ব দিয়েছিলেন মালিঙ্গা। এরপর ২০১৬ সালে আরব আমিরাতের বিপক্ষে সবের্শষ অধিনায়ক ছিলেন তিনি। দল : লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দানুস্কা গুনাথিলাকা, কুশাল পেরেরা, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারতেœ, কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ল²ণ সান্দাকান, সিকুগে প্রসন্ন, দুস্মন্ত চামিরা, কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ ও লাহিরু থিরিমান্নে।