ফের বিবিসির আফ্রিকান বষের্সরা সালাহ

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
একটু আগেভাগেই যেন মোহাম্মদ সালাহর বড়দিন চলে এলো। শুক্রবার রাতে লিভারপুলের মিসরিয় ফরোয়াডর্ বিবিসির বষের্সরা আফ্রিকান ফুটবলার নিবাির্চত হয়েছেন। গতবারও এই পুরস্কারটি উঠেছিল তার হাতে। বিবিসির অনলাইন ভোটাভুটিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার ফুটবলপ্রেমী অংশ নেন। তাদের সিংহভাগের ভোট পেয়ে সালাহ পেছনে ফেলেছেন তার ক্লাব সতীথর্ সেনেগালের সাদিও মানে, কালিদু কুলিবালি, মরক্কোর মেহদি বেনাতিয়া, এবং ঘানার থমাস পাটিের্ক। চেলসির সাবেক নাইজেরিয়ান তারকা জে-জে ওকোচার পর সালাহই একমাত্র আফ্রিকান ফুটবলার, যিনি কিনা টানা দুবার বিবিসির এই খেতাব জিতলেন। পুরস্কার জিতে নেয়ার পর সালাহ বলেছেন, ‘পুনরায় এই পুরস্কার জিততে পারাটা দারুণ ব্যাপার। আমি খুবই খুশি এবং আগামী বছরও এটা জিততে চাই।’