শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এমন হারে ক্রিকেটের সৌন্দর্য দেখছেন রাহুল দ্রাবিড়

ম ক্রীড়া ডেস্ক
  ০৭ জুলাই ২০২২, ০০:০০

এজবাস্টন টেস্টে প্রথম তিন দিন ছিল ভারতের পরিষ্কার দাপট। প্রথম ইনিংসে ১৩২ রানের লিড নিয়ে ফেলেছিল তারা। তখন কে জানত ম্যাচটার শেষ দিকে অপেক্ষা করছে ভিন্ন আরেক রোমাঞ্চের গল্প। ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখে রান তাড়ার রেকর্ড গড়ে পরে জিতে যায় ইংল্যান্ড। নিজেরা হারলেও এমন ম্যাচ টেস্ট ক্রিকেটের সৌন্দর্য হিসেবে দেখছেন রাহুল দ্রাবিড়। তবে ব্যাটিং নিয়ে বেশ চিন্তায় আছেন ভারতের প্রধান কোচ।

এজবাস্টনে প্রথমে ব্যাট করতে গিয়ে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এরপর রিশভ পান্ত আর রবীন্দ্র জাদেজার জোড়া সেঞ্চুরিতে ঠিকই তারা তুলে ফেলে ৪১৬ রান। জুতসই পুঁজি নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস ধসিয়ে দেয় ২৮৬ রানে। ১৩২ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আর বড় রান করা হয়নি। ২৪৫ রানে গুটিয়ে গেলেও ইংল্যান্ডকে ৩৭৮ রানের লক্ষ্য ঠিকই দেওয়া গিয়েছিল।

এরপর শুরু রোমাঞ্চের। ইংলিশ দুই ওপেনারের আগ্রাসী শুরুর পর জনি বেয়ারস্টো আর জো রুট সেঞ্চুরিতে ইতিহাস লিখে গেলে স্বাগতিকরা। ওভারপ্রতি প্রায় ৫ রানরেটে তারা তুলে নেয় ৭ উইকেটের জয়। ভারতের অবস্থা তখন হতভম্বের মতো। তবে সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ দ্রাবিড় বৃহত্তর দৃষ্টিতে দেখছেন টেস্টের সৌন্দর্য, 'তিন দিন সুন্দর কাটানোর পরও এই পরিণতি টেস্ট ক্রিকেটের সৌন্দর্যের দিকটাই আবার দেখাল।'

তবে এরপরই নিজেদের ঘাটতি নিয়ে সোচ্চার দ্রাবিড় প্রশ্নবিদ্ধ করেছেন নিজেদের ব্যাটারদের, 'আসলে ব্যাটিং ব্যর্থতায় আমরা ওদের চেপে বসার সুযোগ দিয়েছি।'

নিজেদের দ্বিতীয় ও টেস্টের তৃতীয় ইনিংসে প্রায়ই ভারতের ভোগান্তি চলছে। এই বিষয়টা নিয়েই বেশি চিন্তিত ভারত কোচ, 'শেষ তিন টেস্টেই তৃতীয় ইনিংসে আমাদের ব্যাটিং ভালো হয়নি। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে আমরা শুরুটা ভালো করেও শেষ ভালো করতে পারিনি। এই জায়গায় আরও উন্নতি করতে হবে। আমাদের কাছে প্রতিটি ম্যাচই শিক্ষা। খুঁজতে হবে কেন আমরা তৃতীয় ইনিংসে ভালো ব্যাট করতে পারিনি, কেন আমরা চতুর্থ ইনিংসে ১০ জনকে আউট করতে ব্যর্থ হচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে