সাকিবের চোট গুরুতর নয়

সাকিব ভালো আছে। সাইফউদ্দিনের দারুণ ইনসুইং ইয়কার্র ওর পায়ে আঘাত করে। বেশ ভালো বল ছিল। ও আরও ভালো হয়ে যাবে। ও হাসছে এবং আনন্দ করছে Ñস্টিভ রোডস

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
অনুশীলনে চোট নিয়ে মাঠ ছাড়ছেন সাকিব আল হাসান Ñবিসিবি
ক্রীড়া প্রতিবেদক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ শুরুর আগে পায়ের আঙুলে চোট পেয়েছেন সাকিব আল হাসান। সিলেট আন্তজাির্তক স্টেডিয়ামের নেটে বাংলাদেশ অধিনায়ক ব্যাট হাতে নেমেছিলেন সবার আগে। মোহাম্মদ সাইফউদ্দিনের করা ইয়োকার্র লেংথের বল আঘাত হানে এ বঁাহাতির বঁা-পায়ের দ্বিতীয় আঙুলে। সঙ্গে সঙ্গে তিনি চলে যান ড্রেসিংরুমে। পরে সিরিজপূবর্ সংবাদ সম্মেলনেও আসেননি। তবে টাইগার দলপতির চোট গুরতর নয় বলেই জানিয়েছেন দলীয় কোচ স্টিভ রোডস। সিরিজপূবর্ বা ম্যাচপূবর্ সংবাদ সম্মেলনে হাজির হয়ে দলের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পকের্ জানাবেন অধিনায়ক, এটাই রীতি। অধিনায়কের জায়গায় রোববার এলেন টাইগার কোচ স্টিভ রোডস। সাকিব সংবাদ সম্মেলনে না আসায় শঙ্কার একটি আবহ ছড়ায়। রোডস সেই শঙ্কা উড়িয়ে দিয়ে জানালেন, দুভার্বনার কিছু নেই। সাকিবের চোট নিয়ে আপডেট জানিয়ে এই ইংলিশ কোচ বলেছেন, ‘সাকিব ভালো আছে। সাইফউদ্দিনের দারুণ ইনসুইং ইয়কার্র ওর পায়ে আঘাত করে। বেশ ভালো বল ছিল। ও আরও ভালো হয়ে যাবে। ও হাসছে এবং আনন্দ করছে।’ আপাতত ফিজিও ডিন কনওয়ের তত্ত¡াবধানে আছেন সাকিব। তবে তার চোট গুরুতর নয় বলেই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘সাকিবের বাম পায়ের দ্বিতীয় আঙুলে বল লেগেছে। ড্রেসিং রুমে বরফ দেয়া হয়েছে তাকে। আশা করি তেমন অসুবিধা হবে না। ফিজিও জানিয়েছে যে অসুবিধা হবে না। তারপরও আমরা আরও কিছুক্ষণ পযের্বক্ষণে থাকব, তারপর বোঝা যাবে।’ দেবাশীষ রেখেঢেকে কথা বললেও রোডসের কথায় স্বস্তির সুর। প্রথম টি২০-তে সাকিবকে দলে পেতে আত্মবিশ্বাসী তিনি। তার কথায় পরিষ্কার, সাকিবের খেলা নিয়ে কোনোরকম অনিশ্চয়তা নেই, ‘আমি খুব অবাক হব যদি সোমবার সকালে ঘুম থেকে উঠে শুনি ওর বড় কোনো সমস্যা হয়েছে। ও এখানে (সংবাদ সম্মেলন) আসতে অনিচ্ছুক ছিল। তাই আমাকে পাঠিয়েছে। আমার এখানে আসতে কোনো সমস্যা নেই।’ চলতি বছর ইনজুরি বেশ ভুগিয়েছে সাকিবকে। বছরের শুরুতেই শ্রীলংকার বিপক্ষে। আঙুলে চোট পান তিনি। এই চোট নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর ও এশিয়া কাপে খেলতে গিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। হাতের আঙুলের চোট কাটিয়ে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরেন সাকিব। নতুন করে পদাঙ্গুলির চোট ভয় ধরিয়ে দিয়েছিল টাইগার শিবিরে। তবে মেডিকেল বিভাগ যেমনটি জানিয়েছে, তাতে এবার চিন্তার কারণ নেই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে। সোমবার দুপুর সাড়ে ১২টায় শুরু হবে সিরিজের প্রথম টি২০। সিরিজের পরের দুই ম্যাচ মিরপুরে ২০ ও ২২ ডিসেম্বর।