বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক বিজয় দিবস উপলক্ষে মিরপুরের হোম অব ক্রিকেটে বরাবরের মতো এবারও অনুষ্ঠিত হলো বিশেষ প্রীতি ম্যাচ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অবিস্মরণীয় নাম শহীদ আব্দুল হামিল চৌধুরী জুয়েল বীরবিক্রম ও শহীদ মুশতাক আহমেদের নামে আয়োজিত এই ম্যাচ ঘিরে বসেছিল সাবেক ক্রিকেটারদের মিলনমেলা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে রোববার আয়োজিত টি২০ ফরম্যাটের এই ম্যাচে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে খেলা শহীদ জুয়েল একাদশকে ৪ উইকেটে পরাজিত করেছে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বে খেলা শহীদ মুশতাক একাদশ। টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নেন শহীদ মুশতাক একাদশের অধিনায়ক নান্নু। তাদের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে নিধাির্রত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে শহীদ জুয়েল একাদশ। জবাবে ফয়সাল হোসেনের অনবদ্য ফিফটির ইনিংসে ভর করে এক ওভার বাকি থাকতেই ৪ উইকেটের জয় তুলে নেয় শহীদ মুশতাক একাদশ। ৩৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫১ রান করে অপরাজিত ছিলেন ফয়সাল। ম্যাচসেরা নিবাির্চত হয়েছেন বল-ব্যাটে দুদার্ন্ত পারফরম্যান্স দেখানো ফয়সাল।