লিড বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরির পর বিরাট কোহলি। রোববার পাথের্ তার সেঞ্চুরির পরও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি ভারত Ñওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক প্রত্যাশিত সেঞ্চুরিটা পেলেন বিরাট কোহলি। তবে প্রত্যাশিত মাত্রা পায়নি ভারতের প্রথম ইনিংসের পুঁজি। অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে ২৮৩ রানে থামে সফরকারীরা। ফলে ৪৩ রানের লিড পায় অজিরা। তৃতীয় দিন শেষে সেই লিড বেড়ে হয়েছে ১৭৫। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে ফেলা স্বাগতিকদের হাতে আছে আরও ৬টি উইকেট। পাথের্র নতুন স্টেডিয়াম অপ্টাসে সফরকারী ভারতের চেয়ে তাই কিছুটা হলেও এগিয়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় টপ-অডার্র মুখ থুবড়ে পড়লে দলের হাল ধরেন কোহলি। দিন শেষে সবুজ পিচে ৮২ রানে অপরাজিত ছিলেন তিনি। রোববার তৃতীয় দিনের শুরুতে সেই ইনিংসকে সোনায় মুড়িয়ে দেন ভারতীয় অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন তিনি। এই সেঞ্চুরিতে ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকারের রেকডের্ও ভাগ বসিয়েছেন সময়ের সেরা এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকডর্ (৬) এতদিন শচিনের একার দখলে ছিল। এখন থেকে এই রেকডের্র ভাগিদার হলেন তারই যোগ্য উত্তরসূরি। সেঞ্চুরির সঙ্গে সঙ্গে এদিন আরেকটি দারুণ রেকডের্র মালিক হয়েছেন কোহলি। ডন ব্র্যাডম্যানের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কম ইনিংস খেলে ২৫টি সেঞ্চুরি করেন তিনি। ১২৭ ইনিংসে এই মাইলস্টোন ছুঁলেন অধিনায়ক কোহলি। কিংবদন্তি ব্র্যাডম্যান ৬৮ টেস্টেই এই কৃতিত্ব অজর্ন করেছিলেন। কিন্তু এদিন কোহলি একা লড়াই করলেও দাগ কাটতে পারলেন না হনুমা বিহারি বা ঋষভ পান্তরা। তাই বড় কোনো জুটি হলো না। দলীয় ১৭৩ রানের মাথায় ৫১ রান করা আজিঙ্কা রাহানেকে হারায় ভারত। এরপর ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন হনুমা বিহারি। কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় কোহলির আউটে। ভারতীয় অধিনায়ক তখন ব্যাটিং করছিলেন ব্যক্তিগত ১২৩ রানে। প্যাট কামিন্সের বলে ¯িøপে দঁাড়িয়ে থাকা পিটার হ্যান্ডসকম্ব মাটি ছুঁই ছুঁই অবস্থায় বলটা তালুবন্দি করেন। পরে থাডর্ আম্পায়ার কোহলিকে আউট দেন। এরপর ভারতের ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পান্তের ৩৬ রানের লড়াকু ইনিংসে শেষতক ২৮৩ রানে থামে সফরকারীরা। অস্ট্রেলিয়ার পক্ষে ৬৭ রানে ৫ উইকেটে নিয়েছেন অফস্পিনার নাথান লায়ন। সবুজ উইকেটেও তিনি দেখিয়েছিলেন কিভাবে উইকেট শিকার করতে হয়। এছাড়া মিচেল স্টাকর্ আর হশ হ্যাজলউড নিয়েছেন ২টি করে উইকেট। কোহলির উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। প্রথম ইনিংসে ৪৩ রানের লিড নিয়ে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালই করে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে অজিদের স্কোর ৪ উইকেটে ১৩২ রান। উসমান খাজা ৪১ এবং টিম পেইন ৮ রান করে ক্রিজে রয়েছেন। তবে অস্ট্রেলিয়ার চিন্তা বাড়াচ্ছে অ্যারন ফিঞ্চের চোট। খেলা চলাকালীনই চোট পেয়ে ম্যাচ ছেড়েছেন তিনি।