মেসির হ্যাটট্রিকে বিধ্বস্ত লেভান্তে

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলের পর লিওনেল মেসির উদযাপন। রোববার রাতে লেভান্তের বিপক্ষে বাসেের্লানার জয়ে গোলের সূচনা করেছিলেন সুয়ারেজ। এর পরের সময়টা ছিল মেসিময়, হ্যাটট্রিক করেছেন আজের্ন্টাইন খুদে জাদুকর Ñওয়েবসাইট
ব্যালন ডি’অরে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় এবার জায়গা পাননি লিওনেল মেসি। উয়েফার বষের্সরা কিংবা ফিফার দ্য বেস্ট খেতাবটাও জিততে পারেননি। স¤প্রতি কিংবদন্তি পেলের মুখে নিজের স্কিল নিয়ে তাচ্ছিল্যও শুনেছেন। তবে ওসবের জবাব মুখে নয়, মাঠের পারফরম্যান্স দিয়েই দিচ্ছেন আজের্ন্টাইন খুদে জাদুকর। রোববার রাতে স্প্যানিশ লা লিগায় মেসির হ্যাটট্রিকে বাসেের্লানা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লেভান্তেকে। এই জয়ে ১৬ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীষের্ আছে আনেের্স্তা ভালভাদের্র দল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীষের্ উঠেছে লিভারপুল। গত মে’তে টানা ৩৬ ম্যাচ অজেয় থেকে লেভান্তের মাঠে খেলতে গিয়েছিল বাসেের্লানা। কিন্তু ৫-৪ গোলের অপ্রত্যাশিত হার জুটে তাদের কপালে। ওই ম্যাচে মেসি ছিলেন না, তাকে বিশ্রামে রেখেছিলেন কোচ ভালভাদের্। এবার লেভান্তে হাড়ে হাড়ে টের পেল মেসিকে নিয়ে কতটা শক্তিশালী বাসার্। ম্যাচের ৩৫ মিনিটেই এগিয়ে যায় বাসার্। মেসির অ্যাসিস্টে গোল করেন লুইস সুয়ারেজ। বিরতির আগমুহূতের্ ব্যবধানটা দ্বিগুণ হয়ে যায় বাসার্র। সাজির্ও বুটসকেটসের সহায়তায় লেভান্তের জালে বল জড়ান মেসি। দ্বিতীয়াধের্র শুরুতেই দ্বিতীয় গোলের দেখা পান আজের্ন্টাইন সুপারস্টার। এরপর ৬০তম মিনিটে আতুের্রা ভিদালের অ্যাসিস্টে পূণর্ করে লা লিগার ৩১তম হ্যাটট্রিক। পুরো দুই অধের্ দাপট দেখানো মেসি ম্যাজিক চলে শেষ পযর্ন্ত। ৮৮ মিনিটে তার পাস থেকেই পঞ্চম গোলটি করেন জেরাডর্ পিকে। চলতি মৌসুমে লা লিগায় মেসির গোল দঁাড়াল ১৪টি। অ্যাসিস্ট ১০টি। গোল আর অ্যাসিস্টে ইউরোপের শীষর্ পঁাচ লিগে সবার আগে দুই অংকের ঘরে পৌঁছেছেন তিনি। বাসার্ কোচ আনেের্স্তা ভালভাদের্ তাই বলেছেন, ‘আমি জানি না কীভাবে মেসিকে বণর্না করব।’ এদিকে অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণে মুহুমুর্হুর্ আক্রমণ চালায় লিভারপুল। তার পুরস্কার পায় ২৪ মিনিটে। সাদিও মানের দারুণ গোলে এগিয়ে যায় লিভারপুল। অবশ্য বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। ৩৩ মিনিটে গোলরক্ষক আলিসনের ভুলে গোল খেয়ে বসে তারা। জেসে লিনগাডর্ ম্যানইউকে সমতায় ফেরান। ৭০ মিনিটে নাবি কেইটার বদলি মাঠে নেমে জাদু দেখান শাকিরি। ৭৩ ও ৮০ মিনিটে দুটি গোল করেন তিনি। তাতে ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীষের্ ফিরল লিভারপুল। আর এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি (৪৪)। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দুই মাসেরও বেশি সময় পর গোল পেয়েছেন ইডেন হ্যাজাডর্। তার আর পেদ্রোর লক্ষ্যভেদে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনকে ২-১ গোলে হারিয়ে ৩৭ পয়েন্ট নিয়ে লিগের সেরা চারে টিকে থাকল চেলসি। তবে সাউদাম্পটনের কাছে ৩-২ গোলে হেরে যাওয়া আসের্নাল ৩৪ পয়েন্ট নিয়ে কিছুটা পিছিয়ে পড়েছে। দুইবার পিছিয়ে পড়লেও হেনরিক মিখিতারিয়ানের জোড়া গোলে সমতা ফেরায় গানাররা। কিন্তু খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে চালির্ অস্টিনের লক্ষ্যভেদী হেডে হারের লজ্জায় ডোবে আসের্নাল।