ভারতের ঘাড়ে নিশ্বাস ফেলছে পরাজয়

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিরাট কোহলিকে আউট করার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উচ্ছ¡াস। দ্বিতীয় ইনিংসে ভারতকে ব্যাটিং বিপযের্য় ফেলে পাথর্ টেস্টে জয় দেখছে স্বাগতিকরা Ñওয়েবসাইট
জমজমাট লড়াই হচ্ছে পাথর্ টেস্টে। তবে সেই লড়াইয়ে চতুথর্ দিন শেষে জয়ের পাল্লাটা ভারী স্বাগতিক অস্ট্রেলিয়ার দিকেই। শেষ দিনে জিততে হলে বিরাট কোহলির ভারতকে করতে হবে আরও ১৭৫ রান। অপরদিকে, অজিদের চাই ৫ উইকেট। পাথের্র গতিময় বাউন্সি উইকেটে তাদের কাজটাই সহজ। তবে সফরকারী ভারত বড় জুটি গড়তে পারলে পাল্টে যেতে পারে দৃশ্যপট। দ্বিতীয় ইনিংসে ১১২ রান তুলতেই ৫ উইকেট খুইয়ে ফেলা অতিথিরা কি আরাধ্য সেই জুটির দেখা পাবে? ক্যারিয়ার সেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে থামিয়ে লক্ষ্যটা তিনশ রানের নিচে রেখেছিলেন মোহাম্মদ শামি। ২৮৭ রানের জয়ের সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চতুথর্ দিন শেষে সফরকারীদের স্কোর ৫ উইকেটে ১১২ রান। নাথান লায়ন ও জশ হ্যাজলউডের চমৎকার বোলিংয়ে চতুথর্ দিনটা নিজেদের করে নিয়েছে অজিরা। দিন শেষে অপরাজিত আছেন হানুমা বিহারি (২৪*) আর ঋষভ পান্ত (৯*)। ৪ উইকেটে ১৩২ রান নিয়ে চতুথর্ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। মোহাম্মদ শামির গতিঝড় সামলে সেখান থেকে খুব বেশিদূর এগোতে পারেনি তারা। ভারতীয় এই পেসারের শিকার ৬ উইকেট। এরপরও স্বাগতিকরা ২৪৩ পযর্ন্ত গেছে ৪১ রান নিয়ে দিন শুরু করা উসমান খাজার ব্যাটে ভর করে। টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি পূরণ করে তিনি খেলেছেন ৭২ রানের ইনিংস। শামির শিকার হওয়ার আগে খাজা তার ২১৩ বলের ইনিংসটি সাজিয়েছিলেন ৫ বাউন্ডারিতে। দ্বিতীয় সবোর্চ্চ রান এসেছে টিম পেইনের ব্যাট থেকে। শামির বলে আউট হওয়ার আগে অজি অধিনায়ক খেলেন ৩৭ রানের দারুণ এক কাযর্করী ইনিংস। ৫৬ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়ে শামিই ধসিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। জসপ্রিত বুমরাহও ৩৯ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ওভারে লোকেশ রাহুলকে (০) বোল্ড করে ফেরান মিচেল স্টাকর্। চেতেশ্বর পূজারাকে (৪) বেশিক্ষণ টিকতে দেননি হ্যাজলউড। তবে প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা মুরালি বিজয় খেলছিলেন আস্থার সঙ্গে। কোহলির সঙ্গে জুটি গড়ে এগিয়ে নিচ্ছিলেন দলকে। থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যানকে পরপর দুই ওভারে ফেরান অফ স্পিনার নাথান লায়ন। ২০ রান করে বোল্ড হন বিজয়। ১৭ রান করে ¯িøপে খাওয়াজার হাতে ধরা পড়েন কোহলি। ৫৫ রানে চার উইকেট হারানো ভারত আর কোনো ক্ষতি ছাড়া দিন কাটিয়ে দেয়ার আশা জাগিয়েছিল অজিঙ্কা রাহানে-বিহারির ব্যাটে। তবে পেসার হ্যাজলউডের বলে পয়েন্টে ট্র্যাভিস হেডের দুদার্ন্ত এক ক্যাচে ফেরেন রাহানে (৩০)। ভাঙে ৪৩ রানের জুটি। দিনের বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন বিহারি ও পান্ত।