সহজ প্রতিপক্ষ পেল বাসেের্লানা-রিয়াল

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সম্ভাবনা ছিল লিভারপুল, টটেনহ্যাম হটস্পারদের মতো বড় দলগুলোকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার। কিন্তু ড্রয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষকেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পেয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট বাসেের্লানা ও রিয়াল মাদ্রিদ। বাসার্র প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফরাসি ক্লাব লিওঁকে। বতর্মান চ্যাম্পিয়ন রিয়াল খেলবে দুইবারের ইউরোপ সেরা আয়াক্সের বিপক্ষে। বাসার্-রিয়াল সহজ প্রতিপক্ষ পেলেও শেষ ষোলোতে কঠিন প্রতিপক্ষ পেয়েছে নেইমারের পিএসজি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। কোয়াটার্র ফাইনালে উঠতে হোসে মরিনহোর ম্যানইউর বিপক্ষে লড়তে হবে পিএসজিকে। জুভেন্টাসের প্রতিপক্ষ হয়েছে স্পেনের আরেক জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ড্রতে কপাল পুড়েছে লিভারপুলেরও। গতবারের রানাসর্আপ দলটিকে কোয়াটার্র ফাইনালে যেতে লড়তে হবে পাঁচবারের ইউরোপ সেরা বায়ানর্ মিউনিখের বিপক্ষে। আরেক ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম হটস্পার খেলবে জামার্ন ক্লাব বরুশিয়া ডটর্মুন্ডের বিপক্ষে। শেষ ষোলোর প্রথম লেগ হবে আগামী বছরের ১২-১৩ ও ১৯-২০ ফেব্রæয়ারি। ফিরতি লেগ ৫-৬ ও ১২-১৩ মাচর্।