তবুও আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ!

যতগুলো সিরিজ দল জিতেছে, তাতে ছেলেদের মনোবল উঁচুতেই আছে। সব সংস্করণেই ভালো ক্রিকেট খেলছে। আত্মবিশ্বাস তাই আছে। ব্যাটসম্যানদের ওপর আমাদের ভরসা আছে Ñ নিল ম্যাকেঞ্জি

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
যুগ পেরিয়ে এসেও টি২০ ক্রিকেটে ‘আনাড়ি’ টিম বাংলাদেশ! টেস্ট আর ওয়ানডে সিরিজে যে দলটিকে নাস্তানাবুদ করে ছেড়েছে তারা, আনাড়ি বলেই টি২০তে সেই ওয়েস্ট ইন্ডিজের সামনে দঁাড়াতে পারেনি। সিলেট আন্তজাির্তক স্টেডিয়ামে সোমবার অসহায় আত্মসমপর্ণ করেছে টাইগাররা। ওই হারে বড় ধাক্কা খেলেও আত্মবিশ্বাস হারায়নি সাকিব আল হাসানের দল। সিরিজে ফেরার দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই ঢাকায় ফিরেছে তারা। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০তে ক্যারিবীয়দের মুখোমুখি হবে স্বাগতিকরা। প্রথম ম্যাচটাকে বাংলাদেশ হেরেছে ব্যাটসম্যানদের চরম ব্যথর্তায়। অতিমাত্রায় শট খেলার প্রবণতায় উইকেট বিলিয়ে দিয়েছেন সবাই। দলপতি সাকিব একপ্রান্ত আগলে হাফসেঞ্চুরি হাকানোর পরও তাই বড় পঁুজি গড়তে পারেনি টাইগাররা। বোলাররাও ছিলেন নিজেদের ছঁায়া হয়ে। তবে দলের পরাজয়ের দায়টা বোলারদের কঁাধে বতাের্চ্ছ না, কাঠগড়ায় ব্যাটসম্যানরাই। অধিনায়ক সাকিবের মতো দলের ব্যাটিং উপদেষ্টা নিল ম্যাকেঞ্জিও ব্যথর্তার জন্য ব্যাটসম্যানদেরই দায়ী করেছেন। তবে ব্যাটসম্যানদের ওপর আস্থা কমেনি ম্যাকেঞ্জির। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তার শিষ্যরা ফিরে আসবে প্রবল প্রতাপে, ‘যতগুলো সিরিজ দল জিতেছে, তাতে ছেলেদের মনোবল উঁচুতেই আছে। সব সংস্করণেই ভালো ক্রিকেট খেলছে। আত্মবিশ্বাস তাই আছে। ব্যাটসম্যানদের ওপর আমাদের ভরসা আছে। এটা হতাশার যে তারা একজন আরেকজনের ভুল থেকে শেখেনি আজ (সোমবার)। কিন্তু ওদের ওপর আমাদের বিশ্বাস আছে।’ ম্যাকেঞ্জির মতে, স্রেফ একটা বাজে দিন গেছে বাংলাদেশের। হাতের তালুর মতো চেনা মিরপুরের হোম অব ক্রিকেটে চেনা চেহারায় দেখা যাবে টাইগারদের। তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে দুই দলের মধ্যকার সবশেষ সিরিজটি। ওই সিরিজটি বাংলাদেশ জিতেছিল শুরুতে পিছিয়ে পড়ে, সেটাও দেশের বাইরে খেলে। এবার তো নিজেদের মাঠেই খেলছে টাইগাররা। নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে তারা দুদর্Ð প্রতাপে ফিরে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। টি২০ ক্রিকেটে নিঃসন্দেহে শক্তিধর ওয়েস্ট ইন্ডিজ। বতর্মান বিশ্বচ্যাম্পিয়ন তারা। সোমবার তারা খেলেছে চ্যাম্পিয়নের মতোই। আগের টানা ৫টি টি২০ ম্যাচে হারের হতাশা দারুণভাবেই কাটিয়ে উঠেছে কালোর্স ব্রেথওয়েটের দল। বাংলাদেশের কাছে টেস্ট আর ওয়ানডে সিরিজে নাস্তানাবুদ হওয়ার পর এভাবে ফিরে আসতে পেরে ক্যারিবীয়রা এখন বেশ স্বস্তিতেই আছে। মিরপুরে বৃহস্পতিবারই সিরিজের নিষ্পত্তি করে ফেলতে চায় অতিথি দলটি। তাদের সেই চাওয়ায় বাগড়া দিতে মুখিয়ে রয়েছে টিম বাংলাদেশ। সাফল্যমÐিত বছরটার শেষটা রাঙাতে মুখিয়ে তারা। প্রথমবারের মতো কোনো দলকে একটানা টেস্ট, ওয়ানডে এবং টি২০ সিরিজে হারানোর সুযোগটা নষ্ট করতে চায় না সাকিবের দল। নিজেদের লক্ষ্যে স্থির থেকে আজ দ্বিতীয় টি২০ ম্যাচের প্রস্তুতিতে নামবে টাইগাররা। সিলেট থেকে ফিরে মঙ্গলবার মাঠমুখো হননি কেউ, ম্যাচ খেলার ধকল আর ভ্রমণক্লান্তি কাটাতে খেলোয়াড়রা ছিলেন বিশ্রামে।