শেষতক বরখাস্ত মরিনহো

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অনেকদিন থেকেই গুঞ্জনটা শোনা যাচ্ছিলÑ বরখাস্ত হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। শেষ পযর্ন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। তাকে ছঁাটাই করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। যদিও ক্লাব থেকে জানানো হয়েছে নিজেই ওল্ড ট্রাফোডর্ ছেড়েছেন পতুির্গজ এই কোচ। আপাতত মরিনহোর উত্তরসূরি ঠিক করছে না ম্যানইউ। অন্তবর্তীর্কালীন কোচ দিয়ে কাজ চালিয়ে মৌসুম শেষে স্থায়ী কোচ নিয়োগ দেবে তারা। অন্তবর্তীর্কালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লাবের সাবেক মিডফিল্ডার মাইকেল ক্যারিক। লিগে লিভারপুলের কাছে ম্যানইউ ৩-১ গোলে হেরে যাওয়ার পরই গুঞ্জনের পালে বাড়তি হাওয়া লাগে। তবে ক্রিসমাসের আগেই যে মরিনহোর ছঁাটাই হওয়ার ঘোষণাটা আসবে, সেটা ধারণা করেননি কেউ। মনে করা হচ্ছিল, বড়দিনের পর আরও দু-তিনটা ম্যাচ সুযোগ দেয়া হতে পারে স্বঘোষিত এই ‘স্পেশাল ওয়ান’ কোচকে। কিন্তু ম্যানইউ কতৃর্পক্ষ আর সময় দিতে চায়নি তাকে। মঙ্গলবারই তারা আনুষ্ঠানিকভাবে পতুির্গজ কোচকে ছঁাটাইয়ের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ঘোষণা করছে, কোচ হোসে মরিনহো ক্লাব ছেড়ে যাচ্ছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে কাটানো সময়ে তার কাজের জন্য ক্লাব ধন্যবাদ জানাচ্ছে মরিনহোকে। একই সঙ্গে তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছে।’ লুই ফন গালকে বরখাস্ত করে আড়াই বছর আগে মরিনহোকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ম্যানইউ। কিন্তু রেড ডেভিলদের প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি তিনি। কোনোমতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পবের্ উঠলেও চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকছে ক্লাবটি। ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে। শীষর্ স্থানধারী লিভারপুলের চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। ১৯৯০ সালের পর প্রিমিয়ার লিগে এটাই ম্যানইউর সবচেয়ে বাজে শুরু। সঙ্গত কারণেই মরিনহোকে ছঁাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কতৃর্পক্ষ। সবচেয়ে বড় সমস্যা দেখা গেছে ম্যানইউর খেলার ধরনে। মরিনহোর অধীনে অ্যালেক্সিস স্যানচেজ, রোমেলু লুকাকু, মাকার্স রাশফোডর্, পল পগবার মতো খেলোয়াড়রা ঠিকমতো মেলেই ধরতে পারছেন না নিজেদের। আবার খেলোয়াড়দের সঙ্গে প্রায়ই ঝামেলায় জড়িয়ে শিরোনাম হয়েছেন এই কোচ। মনোমালিন্য হয়েছে ক্লাবের ভাইস চেয়ারম্যান এড উডওয়াডের্র সঙ্গেও। চলতি মৌসুমের শুরুতে টোবি অল্ডারভেইরেল্ড, ডিয়েগো গোডিন, কালিদু কোলিবালি, জেরোম বোয়াটেং এর মতো খেলোয়াড়কে দলে আনতে চাইলেও ভাইস চেয়ারম্যানের সঙ্গে বিরোধে জড়িয়ে তাদের ক্লাবে আনতে পারেননি মরিনহো। ওই বিরোধ আর মাঠের বাজে পারফরম্যান্সের মাশুল দিতে হচ্ছে তাকে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ছঁাটাই হওয়ায় ২২.৫ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পাচ্ছেন তিনি।