বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতের প্রো কাবাডিতে খেলবেন লিটন ও আরিফ

ক্রীড়া প্রতিবেদক
  ০৮ আগস্ট ২০২২, ০০:০০

ভারতে প্রো কাবাডি বেশ জনপ্রিয়। প্রায় প্রতিটি আসরেই বাংলাদেশ থেকে কেউ না কেউ খেলার সুযোগ পাচ্ছেন। এবার লাল-সবুজ দলের দুই সদস্য লিটন আলী ও আরিফ রাব্বানীর সামনে খেলার সুযোগ এসেছে। নিলামে লিটনকে দাবাং দিলিস্ন ও আরিফকে তামিল তালাইবাস কিনে নিয়েছে। দু'জনের মূল্য ১০ লাখ টাকা।

আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রো কাবাডি লিগে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দু'জনই। লিটন বলেছেন, 'প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে প্রো কাবাডিতে খেলার। আমারও তাই। গত বছর জাতীয় দলে অভিষেক হয়েছে। এখন প্রো কাবাডিতে খেলার সুযোগ এসেছে। আসলে অনেক ভালো লাগছে ভারতে প্রথমবার খেলতে পেরে। প্রথমবার সুযোগ পেয়ে এখন লক্ষ্য নিজেকে মেলে ধরা। যেন ভালো খেলে দেশের সম্মান উজ্জ্বল করতে পারি।'

দু'জনই আবার পুলিশ দলের হয়ে ঘরোয়া কাবাডিতে খেলছেন। আরিফ রাব্বানী ২০১৯ সালে প্রো কাবাডিতে খেলার সুযোগ পেয়েও যেতে পারেননি। এবার খেলার পণ তার, 'আমার কাছের সবাই খুশি। সবাই অভিনন্দন জানাচ্ছে। আসলে আমাদের দেখে উৎসাহিত হবে সবাই। চাকরির পাশাপাশি প্রো কাবাডিতে খেলতে যাচ্ছি সেটি দেখে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে