কর্পোরেট ফুটবল কার্নিভাল

প্রকাশ | ০৮ আগস্ট ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
সারা বিশ্বে জনপ্রিয় খেলা ফুটবল। দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও এদেশে বিশ্বকাপ উন্মাদনা নতুন কিছু নয়। কর্পোরেট দুনিয়ায় দিনকে দিন ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এবার ১৯ কর্পোরেট হাউসের অংশগ্রহণে অনুষ্ঠিত অ্যাবসলিউট কর্পোরেট ফুটবল কার্নিভাল এ চ্যাম্পিয়ন হয়েছে রবি। শেফটেবিল কোর্টসাইড পেস্ন গ্রাউন্ডে আয়োজিত এ টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে ইউনাইটেড গ্রম্নপ। গত ২০ জুলাই অ্যাবসলিউট কর্পোরেট ফুটবল কার্নিভালের পর্দা ওঠে। আরডি স্পোর্টস আয়োজিত এ টুর্নামেন্টের পর্দা নামে ৬ আগস্ট। অ্যাবসলিউট কর্পোরেট ফুটবল কার্নিভাল এ স্পন্সর করেছে কার হ্যাট লিমিটেড, আরআর-কাবেল, স্মার্ট টেকনোলজিস (বিডি), আমরানেট, লোটো ও একমি। ফাইনাল শেষে বিজয়ী এবং বিজিত দলের হাতে পুরস্কার তুলেন দেন ফকির ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ। প্রেস বিজ্ঞপ্তি