বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আবাহনীর ৫০ বছর উদযাপন নভেম্বরে

ক্রীড়া প্রতিবেদক
  ০৮ আগস্ট ২০২২, ০০:০০

বাংলাদেশের অন্যতম ক্রীড়া প্রতিষ্ঠান আবাহনী ক্লাব। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হওয়া ক্লাবটি ৫০ বছর অতিক্রম করছে। বর্তমান পরিচালনা পর্ষদ ক্লাবের এই বিশেষ বছরটি বিশেষভাবে উদযাপন করতে চায়।

গত শুক্রবার আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ক্লাবের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ বলেন, 'আবাহনী ক্লাবের ৫০ বছর বেশ সুন্দরভাবে উদ্‌যাপন করতে চাই। এই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।'

এই বছরের শেষদিক সামনে রেখে পরিকল্পনা করছেন আবাহনীর নীতি নির্ধারকরা, 'এই বছরের নভেম্বও থেকে ডিসেম্বরের দিকে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করেই আমরা এই আয়োজন করব।'

৫০ বছরে আবাহনীর রয়েছে অনেক স্মৃতি ও ইতিহাস। সেগুলো নিয়ে ইতোমধ্যে কাজ চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ, 'ইতিহাস তুলে ধরতে প্রকাশনার কাজ ইতোমধ্যে দ্রম্নতগতিতে এগিয়ে চলছে। আবাহনীর যারা প্রাণ তাদের সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠান উদযাপন করব।'

বহুল প্রতীক্ষিত শেখ কামাল ক্রীড়া কমপেস্নক্স নির্মাণের কাজ শুরু হয়েছে। আবাহনী ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমান আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে এই কমপেস্নক্স নির্মাণ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে