হতাশায় পুড়ছেন ডি ব্রæয়েন

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে বেলজিয়ামের মাঝমাঠে আস্থার প্রতীক হয়ে ছিলেন কেভিন ডি ব্রæয়েন। ব্রাজিলের বিপক্ষে কোয়াটার্র ফাইনালে দারুণ এক গোল করে নেইমারের দলকে ছিটকে দিয়েছিলেন। দেশকে প্রথমবারের মতো ফাইনালে ওঠানোর সুযোগ ছিল তার সামনে। কিন্তু ব্যথর্ হলেন। সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে ডি ব্রæয়েনের বেলজিয়াম। ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির এই তারকা জানিয়েছেন, দিনটি তাদের জন্য ছিল না বলেই জয় পাননি। রাশিয়া বিশ্বকাপে খেলা বেলজিয়ামের এই দলের খেলোয়াড়দের বলা হয় ‘সোনালি প্রজন্ম’। বলা হয়, প্রতিটি পজিশনেই বিশ্বমানের খেলোয়াড় রয়েছে তাদের। হ্যাজাডর্, দেম্বেলে, কোতোর্য়া, ভাতোের্ন, অল্ডারভেইরেল্ড, কম্পানি, লুকাকু, মাতের্ন্স, ফেলাইনি, ভারমায়েলেন, উইটসেল, তিয়েলেমান্স, মিউনিয়ের, কারাসকো, চাদলির মতো দুদার্ন্ত ফুটবলারের হাট বসেছে বেলজিয়াম দলে। তারপরও দলটির খেলা হচ্ছে না ফাইনালে। সেমিতে ফ্রান্সের কাছে হেরে স্বপ্ন-ভঙ্গ হওয়ার পর ডি ব্রæয়েন আক্ষেপ আর হতাশা মেশানো কণ্ঠে বলেছেন, ‘আমরা সবটুকু দিয়েই চেষ্টা করেছি, কিন্তু দিনটি আমাদের ছিল না। তারপরও এভাবেই ফুটবল এগিয়ে যায়। যখন আপনি দেখবেন ম্যাচে ফিরে আসার জন্য সবোর্চ্চ চেষ্টা করেছেন কিন্তু কোনো ফল হচ্ছে না তখন আসলে আর কিছু করার থাকে না।’ ফ্রান্সের বিপক্ষে পুরো ম্যাচেই দারুণ খেলেছে বেলজিয়াম। ফ্রান্সের ৩৪৫টি পাসের বিপরীতে বেলজিয়াম ৫৯৪টি পাস দেয়া-নেয়া করেছে নিজেদের ভেতর। ডি ব্রæয়েনের মতে ম্যাচটায় জেতার সমান সুযোগ ছিল দু’দলের, ‘এটা ৫০-৫০ ম্যাচ ছিল। আমরা জানতাম ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। কনার্র থেকেই আসলে গোলটা ম্যাচের ভাগ্য নিধার্রণ করে দিয়েছে।’ বিশ্বকাপ থেকে বিদায় নেয়ায় ডি ব্রæয়েন তাই হতাশ, ‘আমরা এমন কোনো দলের কাছে হারিনি, যারা আমাদের চেয়ে ভালো; বরং আমরা এমন দলের কাছে হেরেছি যারা কিছুই খেলেনি, শুধু রক্ষণ সামলেছে। উরুগুয়ের (শেষ আট) বিপক্ষে তারা ফ্রিকিক ও গোলরক্ষকের ভুলে জিতেছে। আজ জিতল কনার্র থেকে দেয়া গোলে। আজ বেলজিয়ামের জিততে না পারাটা আসলে ফুটবলের জন্যই কিছুটা হতাশার।’