স্মিথকে আরও সময় দিতে চান সালাউদ্দিন

প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টিভেন স্মিথ
ক্রীড়া প্রতিবেদক ড্রাফটের বাইরে গিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার ঢাকঢোল পিটিয়েই দলে নিয়েছিল স্টিভেন স্মিথকে। স্মিথকে বিপিএল খেলাতে নিয়মেও আনতে হয়েছিল ছোটখাটো পরিবতর্ন। কুমিল্লায় অধিনায়কত্বও পেয়েছেন এই অস্ট্রেলিয়ান তারকা। কিন্তু প্রথম দুই ম্যাচ মিলিয়ে কেবল ১৬ রান করতে পেরেছেন তিনি। স্মিথ রান না পেলেও তা নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে এই তারকার মানিয়ে নেয়ার অপেক্ষায় তিনি। সিলেট সিক্সাসের্র বিপক্ষে প্রথম ম্যাচে ১৬ রান করে আউট হন স্মিথ। রংপুর রাইডার্রে বিপক্ষে পরের ম্যাচ দল ছিল বিপযের্য়, সেখানে নেমে দিতে পারেননি ভরসা। মাশরাফি বিন মতুর্জার কাটার বুঝতে না পেরে ফেরেন কোনো রান করার আগেই। তবে এতটুকুতেই স্মিথকে নিয়ে হতাশা বাড়ার কোনো কারণ দেখছেন না সালাউদ্দিন। বরং উইকেট, কন্ডিশনের কারণেই দলের সেরা তারকাকে দিতে চান সময়, ‘দেখুন সে অনেক দিন পর খেলছে। একটু তো সময় লাগবেই। আশা করি সে খুব দ্রæতই মানিয়ে নিতে পারবে। উইকেটের সাথে সে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারলে দলের জন্য লাভ হবে এবং আমি বলব যে তাকে একটু সময় দিতে হবে। আশা করি সে শিগগিরই ভালো খেলবে।’ স্মিথের মতো হতাশ করে চলেছেন আরেক তারকা এভিন লুইস। বিস্ফোরক এই ব্যাটসম্যান আগের আসরে ছিলেন ঢাকা ডায়নামাইটসের ডেরায়। এবার তাকে দলে ভিড়িয়ে বাজিমাত করে কুমিল্লা। কিন্তু প্রথম দুই ম্যাচে স্মিথ করেছেন ৫ ও ৮ রান। তবে সালাউদ্দিনের কাছে লুইসের রানে ফেরা কেবল সময়ের ব্যাপার। তিনি বরং তাকিয়ে স্থানীয়দের ফমের্র দিকে, ‘আমি লুইসের ব্যাপারে বলব যে সে সামনে হয়তো রান করবে এবং ফিরে আসবে। যেহেতু বাংলাদেশের সবের্শষ ম্যাচেও বড় রান করেছিল।’ প্রথম দুটি ম্যাচে টপ অডার্ররা ব্যথর্ হয়েছেন। ঠিক তেমনি ব্যথর্ হয়েছেন স্মিথ। অজি ব্যাটসম্যান প্রথম দুই ম্যাচে রান না পেলেও কুমিল্লার প্রথম সারির ব্যাটসম্যানদের ওপর আস্থা আছে সালাউদ্দিনের, ‘সেটা থেকে মনে করব যে আমাদের টপ অডাের্র আরও যারা আছে যেমন তামিম আছে, ইমরুল আছে তাদের কাছ থেকে আমার আশাটা একটু বেশি। কারণ তারা এই উইকেটে খেলে অভ্যস্ত এবং তারা যদি লম্বা ইনিংস খেলতে পারে তাহলে দলের জন্য অনেক ভালো হবে। তামিম, ইমরুল, বিজয় তারা যদি রান করতে পারে তাহলে আমরা বেশি লাভবান হব।’