ঢাকা-রংপুর মহারণ আজ

প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই সেয়ানের লড়াই হবে আজ মিরপুরে। বতর্মান চ্যাম্পিয়ন রংপুর রাইডাসের্র মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। অথার্ৎ দুপুর দুটায় শুরু হতে যাওয়া ম্যাচে মাশরাফি বিন মতুর্জা আর সাকিব আল হাসানের লড়াই উপভোগ করবেন ক্রিকেটভক্তরা। সন্ধ্যা সাতটায় অপর খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে লড়বে রাজশাহী কিংস। পয়েন্ট টেবিলের শীষের্ থেকে শক্ত প্রতিপক্ষ রংপুরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ঢাকা। দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে সাবেক চ্যাম্পিয়নরা। উদ্বোধনী দিনে রাজশাহী কিংসকে হারিয়ে ষষ্ঠ আসরে শুভসূচনা করে সাকিবের দল। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানন্সকে হারায় তারা। অপরদিকে চিটাগং ভাইকিংসের কাছে হার দিয়ে আসর শুরুর পর শেষ দুই ম্যাচে খুলনা আর কুমিল্লাকে উড়িয়ে দিয়েছে রংপুর। ফলে এক ম্যাচ বেশি খেললেও ঢাকার সমান পয়েন্ট তাদেরও। এই দুটো দলকে এবারের বিপিএলের হট ফেভারিট মনে করা হচ্ছে। দুটি দলই তারকা খেলোয়াড়ে ঠাসা। আজ তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। একদিকে সাকিব অন্যদিকে মাশরাফি। দেশের দুই অধিনায়কের লড়াই। লড়াইটা টি২০ ক্রিকেটের সব থেকে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল আর আফগান তরুণ হযরতউল্লাহ জাজাইয়ের। কায়রন পোলাডর্-রবি বোপারারও। এবারের আসরে ঢাকার দুই ম্যাচেই দুধর্ষর্ ব্যাটিং প্রদশনীর্ দেখিয়েছেন জাজাই। এই বঁাহাতি রীতিমতো ছক্কা বৃষ্টি নামিয়ে দিয়েছিলেন মিরপুরে। এক ম্যাচে মাঠে নামা গেইল ছিলেন ব্যথর্। তবে ক্যারিবিয়ান ব্যাটিং দানব বরাবরই বড় ম্যাচের খেলোয়াড়। ঢাকার বিপক্ষে গুরুত্বপূণর্ ম্যাচেই হয়তো স্বরূপে দেখা দেবেন তিনি। সেক্ষেত্রে গেইল-জাজাইয়ের ছক্কার লড়াইটা জমবে বেশ। পোলাডর্, নারিন, আন্দ্রে রাসেলও আছেন বোলারদের উপর ঝড় বইয়ে দেয়ার জন্য। রংপুরকে অনেক শক্তিশালী ভাবলেও এই ম্যাচে মাঠে নামার আগে নিশ্চিন্ত ঢাকা। দলটির বিদেশি তারকা ইয়ান বেল বলেন, ‘বড় ম্যাচ, বড় খেলোয়াড়। ছেলেরা ভালো অনুশীলন করেছে। আমি ম্যাচটির জন্য অপেক্ষা করছি। আশা করছি, দারুণ একটি ম্যাচ হবে। কেবল টুনাের্মন্ট শুরু হলো। দুটি দলই শক্তিশালী। ম্যাচটি অনেক বড়। কিন্তু ছেলেরা যেভাবে খেলছে তাতে তারা নিশ্চিন্ত অবস্থায় আছে। কিন্তু আগের চেয়ে কঠোর অনুশীলন করেছে। আমরা মাঠে নামব, মজা করব, নিজেদের মেলে ধরব। দল হিসেবে আমরা এটাই করছি।’ এবারই প্রথম বিপিএল খেলতে এসেছেন বেল। প্রথম দুই ম্যাচে তিনি একাদশে জায়গা পাননি। তবে বাংলাদেশে সময়টা উপভোগ করছেন বলেই জানালেন, ‘সময়টা উপভোগ করছি। টুনাের্মন্টের শুরুতে আমরা ভালো ক্রিকেট খেলেছি। দুটি জয় পেয়েছি। বিষয়টি দারুণ। আশা করি, আমি কিছু ম্যাচ খেলার সুযোগ পাব। কিন্তু দলের শুরুটা অসাধারণ। আমরা ভাগ্যবান যে, আমাদের দলে বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে। সবাই ভালো খেলছে। যদি আমি সুযোগ পাই তাহলে সেটা দারুণ। যদি না পাই তাহলে এখান থেকে তো আমি অনেক কিছু শিখছি। এখানে চমৎকার সুযোগ-সুবিধা পাচ্ছি।’ এদিকে, আজ দিনের অপর ম্যাচে মিরাজের রাজশাহীর বিপক্ষে নামতে যাচ্ছে কুমিল্লা। দুই ম্যাচের একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। সমান খেলায় সমান পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে রাজশাহী। দারুণ খেলে বুধবার খুলনাকে হারিয়েছে তারা। অপরদিকে নিজেদের শেষ ম্যাচে মাশরাফির রংপুরের কাছে বিধ্বস্ত হয়েছে তামিম-স্মিথদের কুমিল্লা। সেই হতাশা ভুলে এবার স্বরূপে ফিরতে চায় তারকাসমৃদ্ধ দলটি। রাজশাহীকে নিয়ে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘টুনাের্মন্ট কেবল শুরু। আমরা কেবল দুটি ম্যাচ খেলেছি। এখনই কারো মনোবল চাঙ্গা বা কমে যাওয়ার বিষয় না। এখনো অনেক ম্যাচ বাকি। যেকোনো দল, যেকোনো সময়েই মোমেন্টাম পেয়ে যেতে পারে। আমার মনে হয়, রাজশাহী ভালো ম্যাচ জিতেছে। ওদের বোলিং অ্যাটাক ভালো। খুলনার মতো দলকে তারা ১২০ রানের মধ্যে আটকে রেখেছিল। এক্ষেত্রে তাদের বোলারদেরকে কৃতিত্ব দিতেই হবে। আর টি২০তে সবাই একই রকম। যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে।’