অস্ট্রেলিয়া-ভারতের প্রথম ওয়ানডে আজ

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ওয়ানডেতে খুব বাজে সময় পার করছে অস্ট্রেলিয়া। কিছুদিন আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয় পঁাচবারের বিশ^ চ্যাম্পিয়নরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চের অধীনে তাদের রেকডর্ আরও খারাপ। ২১ ম্যাচের ১৮টিতেই হার। তার ওপর সদ্য চার টেস্ট ম্যাচের সিরিজ হারানোর বেদনাকে এক পাশে সরিয়ে রেখে আজ বিরাট কোহলির ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্যাটিংটাই বেশি ডোবাচ্ছে অস্ট্রেলিয়াকে। তাই ওয়ানডে সিরিজ জিততে ভালো ব্যাটিংয়ের বিকল্প দেখছেন না ফিঞ্চ। বিশেষত, ইনিংসের মিডল ওভারগুলোতে বেশি জোর দিচ্ছেন তিনি, ‘পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, পাওয়ার প্লে কিংবা শেষ ১০ ওভারে রান রেট প্রায় সব দলের একই রকম। মাঝের ওভারগুলোই আসলে পাথর্ক্য গড়ে দেয়। আমাদের উচিত ওই ওভারগুলোতে একটু দেখে খেলা।’ অস্ট্রেলিয়ার চেয়ে শক্তিমত্তায় ও মানসিকভাবে অনেকটাই এগিয়ে আছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সেরা একাদশ নিয়েই খেলতে নামবে বিরাট কোহলির দল। তবে ওপেনার লোকেশ রাহুল আর পেস অলরাউন্ডার হাদির্ক পান্ডিয়ার খেলা অনিশ্চিত। সম্প্রতি নারীদের নিয়ে টিভি শোতে অশালীন মন্তব্য করে ফেঁসেছেন তারা। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোডর্ (বিসিসিআই)। এমনকি কোহলিও জানিয়েছেন, ক্রিকেট দলের ভাবমূতির্ ক্ষুণœকারীকে কখনো ছাড় দেয়া হবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সিডনিতে কোহলি বলেন, ‘আমরা, ভারতীয় ক্রিকেট দল এই দৃষ্টিভঙ্গি সমথর্ন করি না। ভারতীয় ক্রিকেট দলের দায়িত্বশীল ক্রিকেটার হিসেবে এটুকু বলতে পারি আমরা এসব মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করি না এবং এটি সম্পূণর্ ব্যক্তিগত মতামত।’