লম্বা হচ্ছে রিয়ালের চোটের তালিকা

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
নতুন বছরে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ কোপা দেলরেতে জয় দিয়ে শুরু করলেও দলটির কোচের কপালে পড়েছে চিন্তার ভঁাজ। একের পর এক খেলোয়াড় চোটে পড়ছেন। লা লিগায় রিয়াল বেটিসের ম্যাচের আগে ইনজুরির ধাক্কায় ব্যাকফুটে কোচ সান্তিয়াগো সোলারির দল। সবশেষ চোটের মিছিলে যোগ দিয়েছেন ভিনসিয়াস জুনিয়র। গত ৩১ ডিসেম্বর থেকে পঁাচ খেলোয়াড় পড়েছেন চোটে। মাকোর্ আসেনসিও পথ ধরে একের পর এক খেলোয়াড় ঢুকছেন চিকিৎসকের রুমে। আর তাই সোরালিকে কঠিন পরীক্ষায় বসতে হয়েছে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচের একাদশ সাজাতে। ভিনিসিয়াস জুনিয়র জ্বরে শুক্রবার অনুশীলন করতে না পারায় তাকেও দিতে হচ্ছে চিকিৎসা। এর মধ্যে আবার লুকাস ভাসকেসের নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে রিয়ালের জন্য। মাদ্রিদের ক্লাবটির চোটের তালিকায় রয়েছেন দলের সব সেরা খেলোয়াড়। গ্যারেথ বেল, টনি ক্রুস, মাকোর্ আসেনসিও, থিবো কোতোর্য়ার সঙ্গে ইনজুরিতে মাঠের বাইরে আছেন মাকোর্স ইয়োরেন্তে ও মারিয়ানো।