স্বদেশি ক্লাবে আগ্রহ নেই মরিনহোর

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
জন্মভূমি পতুর্গালের ক্লাব পোতোর্ থেকে কোচিং ক্যারিয়ারের শুরু হোসে মরিনহোর। এরপর আর পেছনে তাকাননি। বিশ্বের সেরা সব ক্লাবের কোচের দায়িত্ব পেয়েছেন। অধিকাংশ সময়ই হয়েছেন সফল। কিন্তু ব্যথর্তার দায়ে কিছুদিন আগে তাকে ছঁাটাই করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এখন তিনি বেকার। এই সুযোগে তাকে পেতে চাইছে পতুির্গজ ক্লাব বেনফিকা। কিন্তু মরিনহো জানিয়ে দিয়েছেন, নিজ দেশের ক্লাবের কোচ হওয়ার ইচ্ছা নেই তার। বেনফিকার কোচ হতে না চাওয়া প্রসঙ্গে মরিনহো বলেছেন, ‘আমার মনে হয়, আমি আজ নিশ্চিতভাবেই বলতে পারি, পতুর্গালের কোনো ক্লাবে কাজ করার কোনো ইচ্ছা আমার নেই। আমি যা আছি তাতেই খুশি। এই মুহূতের্ বেনফিকায় যাওয়ার আমার কোনো সুযোগ নেই।’ ২০০৪ সালে পোতোর্র মতো দলকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে হইচই ফেলে দিয়েছিলেন মরিনহো। ওই সাফল্য দেখেই তাকে কোচ হিসেবে নিয়োগ দেয় চেলসি। ইংলিশ ক্লাবটিতেও সফল ছিলেন তিনি। তবে আগের সব অজর্নকে পেছনে ফেলেন ইতালিতে গিয়ে। ২০১০ সালে সেখানকার ক্লাব ইন্টার মিলানকে জেতান ত্রিমুকুট। এরপর রিয়াল মাদ্রিদ ঘুরে আবার চেলসিতে ফেরেন মরিনহো। কিন্তু তার অধীনে ইংলিশ ক্লাবটি সুবিধা করে উঠতে না পারায় চাকরিচ্যুত হন। ম্যানইউতে যোগ দিয়েও কাক্সিক্ষত সাফল্য পাননি। ফলসরূপ আবারও চাকরিচ্যুত তিনি। আপাতত তিনি বেকার। তবে বিভিন্ন ক্লাবের সঙ্গে কথাবাতার্ এগোচ্ছেন। ধারণা করা হচ্ছে, খুব দ্রæতই বড় কোনো ক্লাবের দায়িত্ব নেবেন এই পতুির্গজ।