রংপুরের সামনে সিলেট চ্যালেঞ্জ

এখানে দুটি খেলাই সিলেটের বিপক্ষে। আমরা উভয় ম্যাচেই জিততে চাইব। আর সেটা সম্ভব হলে আমাদের অবস্থান ভালো হবে Ñবেনি হাওয়েল

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ১৭ ম্যাচ শেষ। অথচ এখন পযর্ন্ত মুখোমুখি হয়নি রংপুর রাইডাসর্ আর সিলেট সিক্সাসর্। সেই অপেক্ষাটা ঘুচে যাচ্ছে আজ। সন্ধ্যায় সিলেট আন্তজাির্তক স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এর আগে দুপুরে দিনের প্রথম ম্যাচে দুরন্ত ছন্দে থাকা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস। সিলেট পবের্র উদ্বোধনী ম্যাচে যারা খুলনা টাইটান্সের কাছে হেরেছে বাজেভাবে। পঁাচ ম্যাচে রাজশাহীর পয়েন্ট ৪। অন্যদিকে ঢাকা ৪ ম্যাচের সবগুলোতে জয় নিয়ে সবোর্চ্চ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীষের্। সাকিবদের ওই চার জয়ের একটি আবার রাজশাহীর বিপক্ষেই পাওয়া। অথার্ৎ মিরাজদের সামনে প্রতিশোধ নেয়ার সুযোগ। কিন্তু তারকায় ঠাসা ঢাকার সঙ্গে তারা ঠিকঠাক লড়াই গড়তে পারবে কিনা, সেটা নিয়েও সন্দেহের অবকাশ আছে যথেষ্ট। খুলনার কাছে মঙ্গলবারের হারটা রাজশাহীর দুবর্লতাকে ফুটিয়ে তুলছে নিদারুণভাবে। দলটিতে এখনো চলছে আসা যাওয়ার চচার্। প্রথম চার ম্যাচ খেলে চলে গেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও বিপিএলের চলমান আসরের শেষ দুই ম্যাচে হেরেছে রংপুর রাইডাসর্। তারকা সমৃদ্ধ দল নিয়ে এবার সিলেট পবের্ ভালো কিছু চায় মাশরাফি বিন মুতর্জার দলটি। সিলেটে দুটি ম্যাচেই স্বাগতিক সিলেট সিক্সাসের্র বিপক্ষে খেলবে রংপুর। আর ওই উভয় ম্যাচেই জিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা রংপুরের তারকা খেলোয়াড় বেনি হাওয়েলের। এখনো পযর্ন্ত পাঁচটি ম্যাচ খেললেও তিনটিতেই হেরেছে রংপুর। তবে ভালো করার জন্য এখনো পযার্প্ত সময় রয়েছে জানিয়ে হাওয়েল বলেন, ‘সব কিছু ঠিক আছে। এটা কেবল শুরু। আমাদের এখনো ছয় থেকে সাতটি খেলা বাকি রয়েছে। জয়ের কাছাকাছি থাকা ম্যাচে হারাটা আদশর্ নয়। তবে আবারো এ ধরনের পরিস্থিতি সামাল দিতে এটা আমাদের উপকৃত করবে।’ তারকা সমৃদ্ধ দল নিয়েও সম্প্রতি জয় হাতছাড়া হয়ে যাচ্ছে রংপুরের। জয় ছিনিয়ে আনতে চালাক হওয়ার পরামশর্ দিয়ে হাওয়েল বলেন, ‘আমি মনে করি কিছু করতে চাইলে আপনাকে চালাক হতে হবে। আপনাকে অন্যদের ব্যাটিং বিশ্লেষণ করতে হবে এবং শক্তি ও দুবর্লতার জায়গা খুঁজে বের করতে হবে। এরপর প্রতিপক্ষের দুবর্ল জায়গায় যথা সম্ভব আঘাত হানতে হবে।’ চলমান আসরে দুই ম্যাচ জিতে বতর্মানে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে রংপুর। তবে টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সিলেটের বিপক্ষে দুটি ম্যাচেই জয় প্রত্যাশা করছেন হাওয়েল। এ প্রসঙ্গে রংপুরের এ বিদেশি তারকা বলেন, ‘এখানে দুটি খেলাই সিলেটের বিপক্ষে। আমরা উভয় ম্যাচেই জিততে চাইব। আর সেটা সম্ভব হলে আমাদের অবস্থান ভালো হবে।’ শেষ দুই ম্যাচে লড়াই করে হারলেও দলীয় অধিনায়কের নেতৃত্ব নিয়ে প্রশ্ন নেই হাওয়েলের। মাশরাফির নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি মনে করি সে একজন প্রকৃত নেতা। সবাই তাকে অনুসরণ করে। সে দারুণভাবে দলকে চালিয়ে নিচ্ছেন। সবাই ভালোই সাহায্য করে যাচ্ছেন। দলের খেলোয়াড়দের ইতিবাচক রেখে পরের ম্যাচের জন্য সবাইকে প্রস্তুত রাখেন।’