শিরোপায় চোখ সাইফের

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডস্কে
দেশের শীষর্ পযাের্য়র ফুটবলে তাদের আগমন গত মৌসুমে। তবে তারকাসমৃদ্ধ দল গড়ে তাক লাগিয়ে দিয়েছিল সাইফ স্পোটির্ং। ময়দানি লড়াইয়ে অবশ্য কাক্সিক্ষত সাফল্য পায়নি তারা। চলতি মৌসুমের প্রথম দুটো টুনাের্মন্টেও একই অবস্থাÑ কোয়াটার্র ফাইনাল থেকেই বিদায়। এরপরও আসন্ন লিগে দলটি মাঠে নামতে যাচ্ছে শিরোপায় চোখ রেখে। লিগের আগেই কোচবদল করেছে সাইফ। স্টুয়াটর্ হলের চেয়ারে তারা বসিয়েছে আরেক ইংলিশ কোচ জনাথন ম্যককিনস্ট্রিকে। সাইফের স্থানীয় খেলোয়াড়ের সংগ্রহটা বেশ ভালো। তারা নিজেদের সামথর্্য অনুযায়ী মাঠে পারফমর্ করতে পারলে দলটির প্রত্যাশা পূরণ অসম্ভব কিছু নয়। কিন্তু বাস্তবতাটা হচ্ছেÑ প্রতিটি লিগেই পাথর্ক্য গড়ে দিচ্ছেন বিদেশিরা। সাইফের চার বিদেশির একজন জনাথন কাডোর্ভা, মৌসুমের শুরুর দিকেই ইনজুরি নিয়ে যিনি নিজ দেশ কানাডায় ফিরে গেছেন। আবার আসবেন কিনা সেটাও নিশ্চিত নয়। তবে রক্ষণভাগে দেইনের কাডোর্ভা এবং আক্রমণভাগে সিউনিগিল পাকর্ আর ডেনিস বলসাভক আশা দেখাচ্ছে তাদের। মৌসুমের প্রথম দুই টুনাের্মন্টে আশানরূপ ফল না পেলেও লিগ নিয়ে আশাবাদী কোচ ম্যাককিনস্ট্রি। তারুণ্যনিভর্র দল নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন তার, ‘আমাদের দলটি তারুণ্যনিভর্র, সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়ও আছে। তারা চ্যালেঞ্জ নিতে পারে। লিগকে সামনে রেখে দলের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। গতবার দল চতুথর্ হয়েছে। এবার আরও ভালো করতে চাই।’