অনুপযোগী পিচে হচ্ছে বিপিএল!

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
চিটাগং ভাইকিংস ছাড়া বিপিএলের বাকি ছয় দল এখন সিলেটে। তারা এখন ম্যাচ খেলায় ব্যস্ত। অন্যদিকে বুধবার পযর্ন্ত চিটাগং ব্যস্ত ছিল মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে। আজ সিলেট যাচ্ছে দলটি। যাওয়ার আগে দলটির আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ বলে দিলেনÑ বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে টি২০ ক্রিকেটের অনুপযোগী পিচে। পিচ নিয়ে চলমান বিতকের্ক যেন আরও উসকে দিলেন শাহজাদ। বিপিএলে, বিশেষ করে ঢাকায় যে ধরনের উইকেট খেলা হচ্ছে সেটা কোনোভাবেই টি২০ ফরম্যাটের জন্য প্রত্যাশিত নয় বলেই মনে করছেন তিনি। বুধবার অনুশীলন শেষে তিনি বললেন, ‘ঢাকায় উইকেট যে ধরনের খেলা হচ্ছে সেটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। হঠাৎ করেই অপ্রত্যাশিত বাউন্স হয়। কিছু বল খুব নিচু হয়, আবার কিছু বল অস্বাভাবিকভাবে বাড়তি বাউন্স পায়। তারপরও উইকেটের চরিত্রের সঙ্গে মানিয়ে খেলার চেষ্টা করছি। শেষ তিন ম্যাচে আমরা (চিটাগং) ভালো খেলেছি। তাই দলের পারফরম্যান্স অবশ্যই ভালো বলতেই হবে।’ এখন পযর্ন্ত চার ম্যাচে ৮৯ রান করেছেন ৩১ বছর বয়সী শাহাজাদ। শারীরিক গঠন নিয়ে অনেকে সমালোচনা করলেও এই আফগান নিমিষেই বাউন্ডারি মারতে খুবই পারদশীর্। ব্যাটিংয়ে দশর্কদের বিনোদন দিতে জুড়ি নেই তার। তবে সমথর্করা তার কাছে আরও ভালো ব্যাটিং চায়। এ বিষয়ে শাহজাদ বলেন, ‘অবশ্যই দশর্কদের চাহিদা মতো খেলতে পারছি না। আমরা যেখানে বেশি ক্রিকেট খেলি সেই শারজার উইকেট এখানকার চেয়ে অনেক বেশি ব্যাটিং সহায়ক। শাহজার সঙ্গে তুলনায় ঢাকার উইকেট একদমই আলাদা। ব্যাটসম্যানদের জন্য মোটেও এই উইকেট ভালো নয়। তবে পেসারদের খেলতে কিছুটা সুবিধা আছে। সিলেটের উইকেট শুনেছিলাম ব্যাটিং সহায়ক হবে, তবে সেখানেও রান হচ্ছে না। যে উইকেটই হোক সেভাবেই আমরা ১০০ ভাগ দেয়ার অবশ্যই চেষ্টা করব।’ বাংলাদেশের মাটিতে খেলাটা দারুণ উপভোগ করেন এই শাহজাদ, আফগান ওপেনার নিজেই বললেন সে কথা, ‘অবশ্যই, এখানে খেলতে আমি দারুণ পছন্দ করি, বিপিএল বা ঢাকা প্রিমিয়ার লিগেও। মানুষগুলো সত্যিই অসাধারণ। আমি সব সময়ই বাংলাদেশে আসতে পছন্দ করি।’ চলমান বিপিএলে এরই মধ্যে দেশি এবং বিদেশি কয়েকজন খেলোয়াড় খুবই ভালো করেছেন। যা এড়িয়ে যায়নি শাহজাদের দৃষ্টি। নিজ দলের মুশফিকুর রহিমও দারুণ ব্যাটিং করছেন। সেটা নজর এড়ায়নি শাহজাদের, ‘বাংলাদেশের স্থানীয় ক্রিকেটাররা এখানে ভালো খেলছে। বিদেশিরাও খারাপ করছে না। আমাদের দলে স্থানীয়রাই বড় শক্তি। আমাদের দলের দলনেতা মুশফিকও কুমিল্লার বিপক্ষে সত্যিই অসাধারণ পারফমর্ করেছেন। বলতে গেলে সেদিন একাই একটি দলকে হারিয়ে দিয়েছেন। তাছাড়া আমরা যেভাবে খেলছি তাতে দলের কমর্কতার্রাও দারুণ খুশি। তবে আমি আমার স্বাভাবিক খেলটা খেলতে পারছি না।’