ঢাকার জয়রথ থামাল রাজশাহী

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
চওড়া হাসি (বঁা থেকে) আরাফাত সানি, মেহেদী হাসান মিরাজ আর মুস্তাফিজুর রহমানের মুখে। বুধবার সিলেট আন্তজাির্তক স্টেডিয়ামে শক্তিধর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রাজশাহী জিতেছে এই ত্রয়ীর দুদার্ন্ত বোলিং পারফরম্যান্সেই Ñবিসিবি
ভেন্যু বদলেই কি বদলে গেল ঢাকা ডায়নামাইটস? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে দলটি হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য, সিলেট আন্তজাির্তক স্টেডিয়ামে সেই দলটিকেই দেখাল বড্ড সাদামাটা। বোলিংটা মন্দ ছিল না। রাজশাহী কিংসকে ১৩৬ রানে বেঁধে রেখে টানা পঞ্চম জয়ের আশাই দেখেছিল সাকিব আল হাসানের দল। বিপত্তিটা ঘটল ব্যাটিংয়ে। তারকায় ঠাসা দলটির ব্যাটিং লাইনআপ বারবার হোচট খেল আরাফাত সানি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমানদের বোলিংয়ের সামনে। টেনেটুনে ১১৬ রান পযর্ন্ত যেতে পারল ঢাকা, তাতে রাজশাহী পেল ২০ রানের দারুণ এক জয়। চলতি বিপিএলে রাজশাহীর তৃতীয় জয়ের নায়ক সানি। মাত্র ৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন এই বাহাতি স্পিনার। অল্প সময়ের ব্যবধানে আন্দ্রে রাসেল, রনি তালুকদার আর সাকিবকে ফিরিয়ে তিনিই গুঁড়িয়ে দেন ঢাকার ব্যাটিং-মেরুদÐ। এতে ম্যাচসেরা হওয়া সানি রাজশাহীর জয়ের নায়ক ঠিকই, তবে এদিনও দলকে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। সুনিল নারিনকে লেগবিফোরের ফাদে ফেলে ঢাকার ব্যাটিং লাইনআপে প্রথম ধাক্কাটা দিয়েছেন এই অফস্পিনারই। পরের ওভারে ইসুরু উদানা বোল্ড করেছেন বিধ্বংসী ওপেনার হযরতউল্লাহ জাজাইকে। সানির ঘূণিের্ত দিশেহারা ঢাকা এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। তেমন কোনো জুটিও তাই গড়ে উঠেনি। ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে নাইম শেখ (১৭) আর কায়রন পোলাডর্ জুটির ৩১ রানই সবোর্চ্চ। নাইমকে ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ, পরের ওভারে পোলাডের্ক (১৩) থামান কামরুল ইসলাম রাব্বি। ম্যাচে ঢাকার সম্ভাবনা মূলত শেষ হয়ে যায় ওখানেই। এরপর মুস্তাফিজ-জাকিরের সমন্বয়ে রুবেল হোসেন রানআউট, শতরান পেরোনোর আগেই ঢাকার গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগায়। শেষতক অবশ্য তা হয়নি। সবোর্চ্চ ২১ রানের ইনিংস খেলে ঢাকাকে শতরানের গÐি পার করিয়ে নিয়ে গেছেন কিপারব্যাটসম্যান নুরুল হাসান সোহান, তবে ৮৭ রানে ৮ উইকেট হারানো দলকে জেতানোর মতো পরিস্থিতি তৈরি করতে পারেননি। ২টি চার আর একটি ছক্কায় সাজানো সোহানের ১৪ বলের ইনিংসের সমাপ্তি ঘটান মুস্তাফিজ। অবশ্য ঢাকার জয়ের সম্ভাবনার সমাপ্তি ঘটে যায় এর অনেক আগেই। অথচ বোলিংয়ে ঢাকার শুরুটা ছিল বেশ আশাজাগানীয়া। সৌম্য সরকারকে বাইরে রেখে একাদশ সাজানো রাজশাহী দলীয় ২ রানের মাথায় হারায় মিরাজকে। এরপর ঘরোয়া ক্রিকেটের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস আর মাশার্ল আইয়ুব দারুণ ব্যাটিংয়ে গড়েন ৭৫ রানের জুটি। চলতি বিপিএলে প্রথমবার মাঠে নেমে ২৭ বলে ২৫ রান করেছেন নাফীস, ৩টি চার আর ২টি ছক্কায় ৩১ বলে ৪৫ রান করেছেন মাশার্ল। দুজনেই হয়েছেন নারিনের শিকার। ১৯ রানে ৩ উইকেট নেয়া ক্যারিবীয় স্পিনার এরপর থামিয়েছেন রায়ান টেন ডেসকাটেকেও (১৬)। এর আগেই ২০ রান করা জাকিরকে থামান আলিস আল ইসলাম। যে কারণে রাজশাহীর ইনিংসের শেষ বেলায় ঝড় উঠেনি। সংক্ষিপ্ত স্কোর রাজশাহী কিংস : ২০ ওভারে ১৩৬/৬ (নাফীস ২৫, মাশার্ল ৪৫, ডেসকাটে ১৬, জাকির ২০, জঙ্কার ৯*; রাসেল ১/১৭, সাকিব ১/২৯, নারিন ৩/১৯, আলিস ১/২৯) ঢাকা ডায়নামাইটস : ২০ ওভারে ১১৬/৯ (রাসেল ১১, রনি ১৪, সাকিব ১৩, পোলাডর্ ১৩, নাইম ১৭, সোহান ২১; উদানা ১/৩৬, মিরাজ ২/১৮, সানি ৩/৮, রাব্বি ১/২৪, মুস্তাফিজ ১/১৯) ফল : রাজশাহী কিংস ২০ রানে জয়ী ম্যাচসেরা : আরাফাত সানি