প্রতিবছর অনুষ্ঠিত হবে বঙ্গমাতা গোল্ডকাপ

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
দেশের ফুটবলে যোগ হতে যাচ্ছে আরেকটি অধ্যায়। ছেলেদের পর এবার মেয়েদের জন্যও আন্তজাির্তক টুনাের্মন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টুনাের্মন্টের নাম ‘বঙ্গমাতা অনূধ্বর্-১৯ নারী আন্তজাির্তক গোল্ডকাপ’। এবার থেকে প্রতিবছর নিধাির্রত সময়ে মাঠে গড়াবে ছেলেদের ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’ এবং মেয়েদের ‘বঙ্গমাতা অনূধ্বর্-১৯ গোল্ডকাপ’। বুধবার বাফুফে ভবনে স্পন্সর প্রতিষ্ঠান কে-স্পোটের্সর সঙ্গে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এই প্রতিশ্রæতি দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বঙ্গবন্ধু গোল্ডকাপের আদলেই হচ্ছে বঙ্গমাতা গোল্ডকাপ। স্পন্সর প্রতিষ্ঠানও একইÑ কে-স্পোটর্স। তাদের সঙ্গে বাফুফের চুক্তিটাও একই ধাচের। পাথর্ক্য শুধু টুনাের্মন্টটি হচ্ছে মেয়েদের জন্য, আর এখানে অংশ নিচ্ছে অনূধ্বর্-১৯ বছর বয়েসী নারীরা। মেয়েদের জাতীয় দল না হলে অনূধ্বর্-১৯ দল কেন? উত্তরে সালাউদ্দিন বললেন, ‘আমাদের মেয়েরা এখন ছোট। তারা তো সিনিয়র জাতীয় দলগুলোর সঙ্গে খেললে পারবে না। এ কারণে এবার অনূধ্বর্-১৯ দলের জন্য করছি। যাতে করে তারা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে পারবে। এতে করে ভবিষ্যতে সিনিয়র টিমের জন্য টুনাের্মন্টটি আয়োজনের সুযোগ তৈরি হবে।’ পঁাচটি দল নিয়ে ঢাকায় এপ্রিলের শেষদিকে অনুষ্ঠিত হবে বঙ্গমাতা গোল্ডকাপ। সালাউদ্দিন জানালেন, ইতোমধ্যে ১০টি দেশের ফেডারেশনের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। মেয়েদের এই টুনাের্মন্ট যোগ হচ্ছে বাফুফের ক্যালেন্ডারেও। সালাউদ্দিন বললেন, ‘এখন থেকে এটি বাফুফের বাষির্ক পরিকল্পনায় যুক্ত করা হচ্ছে। আর ছেলেদের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপও স্বাভাবিকভাবেই সেপ্টেম্বর বা অক্টোবরে হবে। আমরা দুটো টুনাের্মন্টই নিয়মিত নিধাির্রত সময়ে করতে চাই।’ খুব অল্প সময়ের মধ্যেই বঙ্গবন্ধু গোল্ডকাপ গুছিয়ে ফেলেছিল কে-স্পোটর্স। সে কারণেই প্রতিষ্ঠানটির উপর ভরসা রাখছেন সালাউদ্দিন। আরেকটি টুনাের্মন্টের আয়োজনভার পেয়ে আনন্দিত কে-স্পোটের্সর প্রধান নিবার্হী ফাহাদ এম করিম বললেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপের পর ফেডারেশন এবং বাফুফে সভাপতি আমাদের উপর ভরসা করছেন, সে জন্য ধন্যবাদ।’