বিপিএল ২০১৯

ওয়ানার্রকে হারানোর ধাক্কা সিক্সাসের্

আজকের খেলা সিলেট-ঢাকা সরাসরি, দুপুর ১.৩০ মি. খুলনা-কুমিল্লা সরাসরি, সন্ধ্যা ৬.৩০ মি.

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) একটি ধঁাধার নামই বলা যেতে পারে। কোনও ম্যাচে রানের বন্যা তো কোনও ম্যাচে রান খুঁজতে ব্যাটসম্যানদের হঁাসফাঁস করা। ঢাকা পবের্ যে চিত্র ফুটে উঠেছে, সিলেটে গিয়েও একই চেহারা। কোন দল ৬৭ রানে গুটিয়ে যাচ্ছে, আবার কোন দল দুশোর কাছাকাছি ইনিংস গড়ছে। বিপিএলের রানের এই নাটকীয়তা ছাড়িয়ে তারকা ক্রিকেটারদের হারানোর ধাক্কা বড় হয়ে উঠেছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক স্টিভেন স্মিথ কনুইয়ের চোটে বিপিএল থেকে ছিটকে গেছেন ঢাকা পবের্ই। এবার তার পথই অনুসরণ করছেন সিলেটের অধিনায়ক ডেভিড ওয়ানার্রও। বিপিএলে একদিন বিরতি সিলেট পবের্ তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। দিনের প্রথম খেলায় সিলেট সিক্সাসের্র মোকাবেলা করবে ঢাকা ডায়নামাইটস। আর রাতের খেলায় লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। ঢাকার বিপক্ষে মাঠে নামার আগেই ওয়ানার্রকে হারানোর ধাক্কা সিলেটে। কনুইয়ের চোটে পড়েছেন সাবেক অস্ট্রেলিয়ার এ সহঃঅধিনায়ক। যে কারণে আগামী ২১ জানুয়ারি দেশে ফিরে যাচ্ছেন তিনি। প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে শুরুতে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারেননি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ডেভিড ওয়ানার্র ব্যাট হাতেও তুলতে থাকেন ঝড়। যা গত বুধবারও দেখিয়েছেন তিনি। কিন্তু এর একদিন পরই সিলেট সিক্সাসর্ সমথর্কদের শুনতে হয়েছে দুঃসংবাদ। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক মুখপাত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, চোটের চিকিৎসা করাতে সোমবার অস্ট্রেলিয়ায় ফিরবেন ওয়ানার্র। তবে এ বঁাহাতি দেশে ফেরার আগে আরও দুটি ম্যাচ খেলবেন। এমনটাই জানা গেছে। বুধবার রংপুর রাইডাসের্র বিপক্ষে ওয়ানার্র ব্যাট হাতে জ্বলে উঠেন। ৩৬ বলে ৬ চার ও ২ ছয়ে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে সিলেটকে জেতাতে দারুণ অবদান রাখেন। ধারণা করা হচ্ছে ঐদিনই ব্যাটিংয়ের সময় কনুইয়ের চোটে পড়েন তিনি। এবিষয়ে সিলেট সিক্সাসের্র মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এখনও তেমন কিছু জানা যায়নি। খুব গুরুতর কিছু না। যদি ফিজিও মনে করেন সে ফিট না তবে ফিরে যেতে পারেন ওয়ানার্র।’ সিক্সাসর্ অধিনায়ক ডেভিড ওয়ানাের্রর বিদায়ের সুর যেমন বাজছে তেমনি ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়ের আগমনী সুর বাজার অপেক্ষায়। অস্ট্রেলিয়ান সাবেক দুই তারকা ক্রিকেটার বিপিএল খেলতে এসে যেমন এবারের আসরের জৌলুস বাড়িয়ে দিয়েছিলেন, ঠিক তেমনই তাদের বিদায়ে কিছুটা হলেও জৌলুস কমার আশঙ্কায়। এরইমধ্যে সিলেট সিক্সাসের্ দলে ইংলিশ ওপেনার জেসন রয়ের যোগ দেয়ার গুঞ্জন উঠেছে। রয়ের বিপিএলে আশার ব্যাপারেও সিলেট সিক্সাসর্ এখনও কোনও কিছু না জানালেও ইংলিশ কাউন্টি ক্লাব সারে’র অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলা হচ্ছে, বৃহস্পতিবার জেসন রয় বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা করবেন সিলেট সিক্সাসের্ যোগ দিতে। গতকাল সিলেট সিক্সাসের্র হয়ে খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকান পেসার ওয়েইন পানের্ল। বিপিএলে ছন্নছাড়া খুলনা টাইটানস। টানা চার ম্যাচ হারের পর পঞ্চম ম্যাচে এসে জয়ের মুখ দেখেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। খুলনা টাইটানস থেকে একটা কথাই বারবার বলা হয়েছিল- একটি জয় চায় তারা। সেই জয়টি ধরা দিয়েছে সিলেট পবের্ এসে। রাজশাহী কিংসের বিপক্ষে এবারের বিপিএলের প্রথম জয়ে আত্মবিশ্বাস ফিরেছে খুলনা ক্যাম্পে। ফিরে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও জয়ের প্রত্যাশা দলটির অলরাউন্ডার আরিফুল হকের। শুক্রবার সন্ধ্যার ম্যাচ সামনে রেখে বৃস্পতিবার পুরো দল নিয়ে অনুশীলন করেছেন কোচ মাহেলা জয়াবধের্ন। অনুশীলন শেষে খুলনার অলরাউন্ডার আরিফুল হক জানিয়েছেন, কুমিল্লার বিপক্ষে জয়ের ধারা সচল রাখতে তারা আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘শেষ ম্যাচটি জিতে আমরা আত্মবিশ্বাসী। আমাদের উইনিং কম্বিনেশন দরকার ছিল, আমরা তা পেয়েছি। এই মুহূতের্ মানসিকভাবে আমরা ভালো অবস্থানে আছি। আশা করি ভালো মুহূতর্টা সামনের ম্যাচেও নিয়ে যেতে পারব।’ সোমবার দলের সঙ্গে দিয়েছেন লাসিথ মালিঙ্গা। ভ্রমণ ক্লান্তির কারণে মঙ্গলবার রাজশাহীর বিপক্ষে খেলানো হয়নি লঙ্কান পেসারকে। তবে শুক্রবার কুমিল্লার বিপক্ষে মালিঙ্গার একাদশে থাকার সম্ভাবনাই বেশি। তার অন্তভুির্ক্ততে দলে ভারসাম্য ফিরবে বলে মনে করেন আরিফুল, ‘মালিঙ্গা শ্রীলংকার টি২০ অধিনায়ক। তার অভিজ্ঞতাও অনেক। তার কাছ থেকে আমরা গুরুত্বপূণর্ ৪ ওভার পাবো, যা আমাদের দলের জন্য অনেক বেশি গুরুত্বপূণর্। আশা করি ম্যাচ জয়ে তিনি অবদান রাখতে পারবেন।’ খুলনার ব্যাটিংয়ে লোয়ার মিডল অডাের্র থাকা আরিফুল ও কালোর্স ব্র্যাথওয়েটের দায়িত্ব ম্যাচ শেষ করে আসা। যদিও কাজটা ঠিকমতো করতে পারছেন না তারা। অবশ্য শেষ ম্যাচে আরিফুলের দায়িত্বশীল ২৬ রানেই স্কোরবোডের্ ১২৮ রান তুলতে পারে খুলনা। এই স্কোর নিয়ে জয় পেলেও খুলনার ব্যাটিং খুব ভোগাচ্ছে। আর এর দায়টা নিজের কঁাধেই নিলেন আরিফুল, ‘আমাদের টপ অডাের্র রান হচ্ছে, কিন্তু ফিনিশিংটা ভালো হচ্ছে না। ব্রেথওয়েট অন্যতম সেরা হিটার, সেও পারছে না। আমি এবং ব্রেথওয়েট নিচের দিকে একটু রান করতে পারলে স্কোরটা ভালো হবে। আশা করি সামনের ম্যাচে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারব।’ টাইটানসের চেয়ে শক্তিমত্তায় এগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই বলে নিজেদের ফেভারিট ভাবছেন না ভিক্টোরিয়ান্সের ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডসন। ম্যাচটা কঠিন হবে বলেই ধারণা তার। ডসন বলেন, ‘তারা খুব ভালো দল। প্রতিযোগিতার অন্য দলগুলোর মতোই। খুলনার বিপক্ষে ম্যাচটা কঠিন হবে।’