শারাপোভার হাতে চ্যাম্পিয়নের বিদায়

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ওজনিয়াকির বিপক্ষে জয় তুলে নেয়ার পর মারিয়া শারাপোভা Ñওয়েবসাইট
সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলো নিশ্চিত করেছেন ছেলেদের টেনিসের দুই মহারথীÑ রজার ফেদেরার আর রাফায়েল নাদাল। অখ্যাত প্রতিপক্ষের বিপক্ষে তাদের জয়টা প্রত্যাশিতই ছিল। তবে মেয়েদের এককে ক্যারলিন ওজনিয়াকির বিপক্ষে মারিয়া শারাপোভার জয়টা অতটা প্রত্যাশিত ছিল না। ওজনিয়াকি যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার মিশনে নেমেছিলেন, কিন্তু শারাপোভার সামনে পড়ে ড্যানিশ টেনিসকন্যা বিদায় নিলেন তৃতীয় রাউন্ড থেকেই। পঁাচটি গ্র্যান্ড ¯øামের মালকিন শারাপোভার সামথর্্য অজানা নয় কারও। ৩০তম বাছাই হিসেবে বছরের প্রথম গ্র্যান্ড ¯øামে অংশ নিলেও রুশ গø্যামারগালর্ কোটের্র লড়াইয়ে ছেড়ে কথা বলবেন না, সেটা ভালোমতোই জানা ছিল গত আসরের চ্যাম্পিয়ন ওজনিয়াকির। তৈরি হয়েই লড়াইয়ের ময়দানে নেমেছিলেন তিনি। প্রতিদ্ব›িদ্বতাও গড়েছেন তুমুল। তাতেও শেষরক্ষা হয়নি। রাশিয়ান তারকার কাছে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হেরে বিদায় নিয়েছেন। ডোপ কেলেঙ্কারিতে নিবাির্সত হওয়ার পর নিজেকে ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন শারাপোভা। এতদিন তাকে চেনা ছন্দে দেখা যায়নি। তবে অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা দারুণ হয়েছে তার। নিষেধাজ্ঞা কাটিয়ে কোটের্ ফেরার পর রুশ গø্যামারগালর্ ওজনিয়াকির বিপক্ষে এদিন যেন নিজের সেরা ম্যাচটাই খেললেন। ২ ঘণ্টা ২৪ মিনিটের লড়াই শেষে হাসলেন বিজয়ীর হাসি, বুঝিয়ে দিলেন এখনো ফুরিয়ে যাননি। মেয়েদের এককের চ্যাম্পিয়ন বিদায় নিলেও ছেলেদের এককের চ্যাম্পিয়ন ফেদেরার ছুটছেন শিরোপা ধরে রাখার অভিষ্ট লক্ষ্যে। যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়ে সুইস কিংবদন্তি উঠে গেছেন চতুথর্ রাউন্ডে। ৯০ মিনিটের কম সময় নিয়ে ২০টি গ্র্যান্ড ¯øামের মালিক ম্যাচ জিতেছেন ৬-২, ৭-৫, ৬-২ গেমে। শেষ ষোলোয় গ্রিসের স্টেফানোস টিসিতসিপাসের মুখোমুখি হবেন ফেদেরার। তৃতীয় রাউন্ডে স্বাগতিক খেলোয়াড় অ্যালেক্স ডি মিনারের বিপক্ষে নাদাল পেয়েছেন ৬-১, ৬-২, ৬-৪ গেমের জয়। উঠেছেন শেষ ষোলোয়। এ ছাড়া ছেলেদের একক থেকে শেষ ষোলো নিশ্চিত করেছেন টমাস বাডির্চ, ফ্রান্সিস টিয়াফো, গ্রিগর দিমিত্রভ, বাতিস্তা আগুতও। মেয়েদের এককে তৃতীয় রাউন্ডের গÐি পেরিয়েছেন ¯øুয়ানি স্টিফেন্স, পেত্রা কেভিতোভা, ড্যানিয়েল রোজ কলিনসরা।