কষ্টের জয়ে শুরু আবাহনীর

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
গোলের পর উচ্ছ¡াস ঢাকা আবাহনীর খেলোয়াড়দের। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে নোফেল স্পোটির্ং ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা Ñবাফুফে
অবশেষে মাঠে গড়াল ঘরোয়া ফুটবলের সব থেকে মযার্দাপূণর্ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ময়দানি লড়াইয়ের শুরুটা হলো বেশ প্রতিদ্ব›িদ্বতাপূণর্ ম্যাচ দিয়ে। যে ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে রীতিমতো ভুগিয়েছে নবাগত দল নোফেল স্পোটির্ং ক্লাব। যদিও শেষরক্ষা করতে পারেনি দলটি, কষ্টে হলেও ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে আবাহনী। প্রথমাধের্ মাঠে ছিলেন না আবাহনীর নিয়মিত গোলরক্ষক শহিদুল আলম সোহেল। সুযোগটা কাজে লাগাতে চেষ্টা করে নোফেল। এদিন আবাহনীর মধ্যমাঠ এবং আক্রমণভাগের দুবর্লতাও ছিল স্পষ্ট। হাইতিয়ান ফরোয়াডর্ ফিলস ব্যলফোটর্ না থাকাতেই কিনা জ্বলেই উঠতে পারলেন না সানডে। তবে আবাহনীর দুই গোল করেছেন স্থানীয় ফুটবলাররা। লিগের শুরুতে এটা অবশ্যই সুখবাতার্। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই লিড নেয় আবাহনী। সোহেল রানার বাড়ানো বল বুঝে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে নোফেলের জাল কঁাপান রুবেল মিয়া (১-০)। এরপর গোল পরিশোধে আবাহনীর রক্ষণে চাপ সৃষ্টি করে নোফেলের ফুটবলাররা। ৩৯ মিনিটে বক্সের সামনে থেকে দারুণ এক শট নেন মিডফিল্ডার জমির উদ্দিন। কিন্তু বলের লাইনেই ছিলেন আবাহনীর গোলরক্ষক সুলতান আহমেদ শাকিল। তবে প্রথমাধের্র ইনজুরি সময়ে আর বাধা হতে পারেননি এই গোলরক্ষক, জটলার মধ্যে বল পেয়ে গোল করেন নোফেলের ডিফেন্ডার কামরুল ইসলাম (১-১)। দ্বিতীয়াধের্ও ঢাকা আবাহনীর সঙ্গে সমান তালে খেলতে থাকে নোফেল। প্রায় পুরোটা সময়ই আবাহনীকে আটকে রাখে তারা। এরপরও শেষরক্ষা হয়নি। ম্যাচ শেষ হতে তখন মাত্র মিনিট তিনেক বাকি। বঁা প্রান্ত থেকে রুবেল মিয়ার ক্রস পোস্টের খুব কাছ থেকেই শুয়ে পড়ে হেড নেন বদলি ফরোয়াডর্ ফয়সাল আহমেদ শিটুল। তাতে কয়েকবারের চেষ্টায় বল যখন গøাভসবন্দি করলেন নোফেলের গোলরক্ষক আপেল মাহমুদ, ততক্ষণে বল গোললাইন অতিক্রম করে ফেলেছে। গোলের সংকেত দেন সহকারী রেফারি (২-১)। শেষ পযর্ন্ত এই স্কোরেই তিন পয়েন্ট নিশ্চিত করে লিগের বতর্মান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। এদিকে, ময়মনসিংহের ম্যাচ দিয়ে আজ থেকে ঢাকার বাইরে শুরু হতে যাচ্ছে লিগ। সেখানকার রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে সাইফ স্পোটির্ংয়ের হোম ম্যাচে প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ম্যাচটি হবে দুপুর ৩টায়। এদিকে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় বতর্মান রানাসর্আপ চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।