ইউরোপিয়ান ফুটবল

বিতকর্ সঙ্গী করে কোয়াটাের্র বাসার্

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
জোড়া গোল করলেন উসমান দেম্বেলে। জালের দেখা পেলেন ছন্দে থাকা লিওনেল মেসিও। তাতে লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে কোপা দেল’রের কোয়াটার্র ফাইনালে উঠেছে বাসেের্লানা। এরপরও টুনাের্মন্টে কাতালান ক্লাবটির টিকে থাকা এখন প্রশ্নের মুখে! লেভান্তের দাবি, প্রথম লেগে নিষিদ্ধ এক ফুটবলারকে খেলিয়েছে বাসার্। বিষয়টি নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগও করতে যাচ্ছে ক্লাবটি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে টুনাের্মন্ট থেকে বহিষ্কৃত হতে হবে বাসাের্ক। লেভান্তের দাবি, বাসার্র ডিফেন্ডার হুয়ান চুমির পঁাচ ম্যাচে হলুদ কাডর্ দেখেছেন। তাই নিয়ম অনুযায়ী তিনি এক ম্যাচ নিষিদ্ধ, অথার্ৎ স্কোয়াডের বাইরে থাকবেন। কিন্তু সেই নিয়ম ভেঙে প্রথম লেগে এই স্প্যানিশ ডিফেন্ডারকে মাঠে নামিয়েছে বাসার্। লেভান্তের প্রেসিডেন্ট কিকো জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে আইনি লড়াইয়ে যাবেন তারা। তাদের ক্লাব কোনো ছাড় দিতে প্রস্তত নয়। এ প্রসঙ্গে কিকো বলেন, ‘মাঠে আজ (কাল) যাই ঘটুক না কেন লেভান্তে আগামীকাল ফেডারেশনে যাবে। আমরা মনে করছি আমাদের কাছে যথেষ্ট শক্ত প্রমাণ রয়েছে, যা ক্লাবের সিদ্ধান্তের পক্ষে সমথর্ন দেবে।’ অভিযোগ পেশের একটি নিদির্ষ্ট সময়সীমা রয়েছে। চুমিকে নিয়ে লেভান্তের যে অভিযোগ সেটি উত্থাপনের সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তাই পার পেয়েও যেতে পারে বাসার্। তবে দলীয় কোচ আনেের্স্তা ভালভাদের্র দাবি, তারা কোনো ভুল করেননি। নিয়ম ঠিকই মানা হয়েছে। চুমির পঁাচটি হলুদ কাডর্ খাওয়ার অভিজ্ঞতা হয়েছে বাসার্ ‘বি’ দলের হয়ে, যা কোপা দেল’রেতে প্রযোজ্য হবে না। ভালভাদের্র যুক্তি, ‘চুমির বিষয়টি নিয়ে আমরা কোনো দ্বিধায় নেই। পূবের্ও ছিল না, এখনো নেই, সামনেও থাকার কিছু নেই। আমরা আগামীকালের রায়ে অংশগ্রহণ করব এবং আমরা নিশ্চিত যে আমরা ভুল কিছু করিনি।’ সেরা তারকাদের বিশ্রাম দিয়ে এবং চুমিদের মতো তরুণদের নিয়ে মাঠে নেমে প্রথম লেগে লেভান্তের কাছে ২-১ গোলে হেরেছিল বাসার্। শেষ আটে নাম লেখাতে ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে ফিরতি লেগে তাই জিততেই হতো কাতালানদের। ক্যাম্প ন্যুতে এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলের আধিপত্য রাখে বাসার্। টানা আক্রমণে ১৫তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা। কিন্তু মেসির করা ফ্রি-কিক ঠেকিয়ে লেভান্তেকে রক্ষা করেন গোলরক্ষক। প্রথম গোলের দেখা পেতে বাসাের্ক অপেক্ষা করতে হয় ৩০তম মিনিট পযর্ন্ত। প্রতিপক্ষের ভুলে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে দলের হয়ে প্রথম গোলটি করেন দেম্বেলে। তার এক মিনিটের মাথায় আবারও জালের দেখা পেয়ে যান দেম্বেলে। মেসির পাস পেয়ে ডি-বক্স ধরে আগালে প্রথম শট ঠিকমতো নিতে পারেননি তিনি। পা দিয়ে ফেরানো চেষ্টায় থাকেন গোলরক্ষক, কিন্তু পরের ছেঁায়াতেই বল ঠিকানায় পাঠিয়ে দেন এই ফরাসি ফরোয়াডর্। ৪৩তম মিনিটে হ্যাটট্রিক করার সুযোগও আসে দেম্বেলের সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যথর্ হন ফরাসি তারকা। ২-০তে প্রথমাধর্ শেষ হওয়া বাসার্র ব্যবধান বাড়ান মেসি। দ্বিতীয়াধের্র নবম মিনিটে দেম্বেলের বাড়ানো বল কিছু এগিয়ে বঁা পায়ের শটে লক্ষ্যে পাঠান এই আজের্ন্টাইন তারকা। তাতে প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকার ঘাটতি মিটিয়ে ৪-২ গোলের অগ্রগামীতায় শেষ আটে উঠে বাসার্। কাতালানরা ছাড়াও আসরের শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, গেটাফে, রিয়াল বেটিস, সেভিয়া, ভালেন্সিয়া, জিরোনা আর এস্পানিওল।