বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে মাঠের বাইরে নেইমার

ক্রীড়া ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

এমনিতেই সময়টা মোটেও ভালো যাচ্ছে না পিএসজির। তার মধ্যে বড় দুঃসংবাদ হয়ে এলো দলের অন্যতম সেরা তারকা নেইমারের চোটের খবর। যদিও চোট খুব গুরুতর নয়। তারপরও মঁপেলিয়ের বিপক্ষে মাঠের বাইরেই থাকতে হয়েছে তাকে। বুধবার রাতে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

ক্যারিয়ারে অনেকটা সময় ইনজুরির সঙ্গে যুদ্ধ করে যাওয়া নেইমার সবশেষ ম্যাচ খেলেছিলেন রেঁসের বিপক্ষে। মাঠে নেমে গোল করে দলকে এগিয়েছিলেন। ম্যাচের ৮৫তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়েছিল। এরপরই গোল হজম করে পয়েন্ট হাতছাড়া করে পিএসজি।

বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে প্যারিসের ক্লাবটি। এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি নেইমারকে। তার পেশিতে কিছু সমস্যা দেখা গেছে বলে জানিয়েছে পিএসজি। পেশির চোটে ভুগছেন। আগামী কয়েকদিন থাকতে হবে চিকিৎসকের অধীনে। ম্যাচের আগের দিন অনুশীলনও করেননি নেইমার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১৭ গোল করেছেন নেইমার। একই সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৫টি গোল। তবে বিশ্বকাপের পর সেই চেনা ছন্দে খুব বেশি দেখা যায়নি। তবে আগের ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এরই মধ্যে বাধা হয়ে দাঁড়াল চোট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে