শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মেহেরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানা হয়েছে। সদর উপজেলার আমঝুপিতে এই স্টেডিয়াম নির্মাণে খরচ হচ্ছে ২০ কোটি ১০ লাখ টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নুসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। দেশের ফুটবল, ক্রিকেটসহ সব ধরনের ক্রীড়ার মান উন্নয়ন ও সম্প্র্রসারণ নিয়ে রাসেল বলেন, দেশে মাঠের সংখ্যা কমে যাওয়ায় খেলাধুলা কমে গেছে। আবার মামলা জটিলতার কারণে অনেক ক্রীড়া সংস্থার নির্বাচন দীর্ঘদিন হয়নি। তাই মেহেরপুরসহ জেলা পর্যায়ের ক্রীড়া সংস্থাগুলোকে সক্রিয় করতে যেসব ক্রীড়া সংস্থায় নির্বাচন ঝুলে আছে, সেগুলো দ্রম্নত সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হচ্ছে। সম্প্রতি বডিবিল্ডিং ফেডারেশনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে জাহিদ আহসান রাসেল বলেন, আমাদের তালিকাভুক্ত ৫৩টি ইভেন্ট ফেডারেশন ও অ্যাসোসিয়েশন রয়েছে। এতে হাজার হাজার খেলোয়াড় রয়েছে। সেখানে বডিবিল্ডারের মতো একটি ইভেন্টের রেজাল্ট নিয়ে ঘটনাটি বিচ্ছিন্ন এবং অনাকাঙ্ক্ষিত।'