শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
সাফ অনুর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশীপে আজ মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম শক্তিধর দুই দল বাংলাদেশ ও ভারত। ম্যাচের প্রস্তুতি নিতে শনিবার কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল -বাফুফে

সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে স্বাগতিক বাংলাদেশ দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে একই ভেনু্যতে দুপুর ৩টায় ভুটানের প্রতিপক্ষ নেপাল।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী চার দলের মধ্যে স্বাগতিক বাংলাদেশের পরই অন্যতম ফেবারিট দল ভারত। শক্তিধর এই দলটি নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ১২-০ গোলের বিশাল জয় দিয়ে শুরু করেছে। বাংলাদেশের শুরুটাও জয় দিয়ে। শুক্রবার নেপালকে ৩-১ গোলের ব্যবধানে হারানোর পর শক্তিধর ভারতের বিপক্ষেও আত্মবিশ্বাসী লাল-সবুজদের অভিজ্ঞ কোচ গোলাম রব্বানী ছোটন, 'ভারত এই অঞ্চলের (ফুটবলে) ৫০ বছর ধরেই শক্তিশালী। কিন্তু আমাদের মেয়েরা আগেও অনূর্ধ্ব-১৫, ১৮, ১৯ বয়সভিত্তিক পর্যায়ে মুখোমুখি হয়েছে। ভালো ফুটবল খেলার এবং জয়ের রেকর্ডও আছে। আশা করি ভারতের বিপক্ষে ম্যাচটিও ভালো একটা ম্যাচ হবে এবং আমরা জয়ের জন্যই মাঠে নামব।'

কমলাপুর স্টেডিয়ামে শনিবার সকালে অনুশীলন করে বাংলাদেশ দল। দলের জন্য সুখবর হলো প্রথম ম্যাচে অসুস্থ হয়ে পড়া অধিনায়ক শামসুন্নাহার বর্তমানে সুস্থ আছেন এবং দলের সঙ্গে অনুশীলনে অংশগ্রহণ করেন। নেপালের বিপক্ষে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। আশার কথা হলো, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তেমন কোনো সমস্যা দেখা যায়নি। জানা গেছে, হাসপাতালে শামসুন্নাহারকে স্যালাইন দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখেন ডাক্তার। তার রক্তচাপ কিছুটা নেমে গিয়েছিল। আর এ কারণে শারীরিক দুর্বলতা ছিল বাংলাদেশ অধিনায়কের। তেমন কোনো সমস্যা না থাকায় তার অনুশীলনে নামতেও কোনো বাধা ছিল না। বাংলাদেশ দলের প্রশিক্ষকরা আশা করছেন ভারতের বিপক্ষে ম্যাচেও তাকে মাঠে পাওয়া যাবে। এ বিষয়ে কোচ ছোটন আশা বলেছেন, 'শামসুন্নাহার আজ (শনিবার) মাঠে এসেছে। এখানে সে অনুশীলনে যা যা করার, সেগুলো করেছে। আলস্নাহর রহমতে ভালো আছে সে, কোনো সমস্যা নেই। যেহেতু ডাক্তার ওকে বিশ্রামের পরামর্শ দেননি, তাই মাঠে এসেছে। তাছাড়া আমাদের ফিজিও সব সময় ওকে পর্যবেক্ষণে রেখেছে।' 

নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেলেও আত্মবিশ্বাসে ভাসছেন না ভারতের কোচ ময়মল রকির। বাংলাদেশকে সমীহ করেই তিনি জানালেন, 'গত কয়েক বছর ধরে নারী ফুটবলে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। তাদের লাইনআপ ও খেলোয়াড় দেখেছি। আগামীকাল (আজ) ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। তবে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ম্যাচ জিততে মেয়েরা নিজেদের শতভাগ দেবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে