সৌদিতে গোলের দেখা পেলেন রোনালদো

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সৌদি আরবে আল-ফাতেহর বিপক্ষে ম্যাচে গোল করার পর আল নাসরের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো -ওয়েবসাইট
অফসাইডের কারণে মিলল না গোল, এরপর বাধা পেল ক্রসবারে। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পেনাল্টি গোলেই সৌদি আরবের প্রো লিগে আল-ফাতেহর বিপক্ষে ম্যাচে হার এড়িয়েছে রোনালদোর দল আল নাসর। শুক্রবার রাতে প্রিন্স আবদুলস্নাহ বিন জালাবি স্পোর্টস সিটিতে আল-ফাতেহর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আল নাসর। স্প্যানিশ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান তেইয়োর গোলে ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় ফাতেহ। ৪২তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকার গোলে সমতা ফেরায় আল নাসর। আল ফাতেহর মাঠে দুইবার পিছিয়ে পড়ে হারের মুখে পৌঁছে গিয়েছিল আল নাসর। শেষতক যোগ করা সময়ের গোল করে দলকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন রোনালদো। তবে এই ড্রয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে আল-নাসর। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলা আল-শাবাবের পয়েন্টও ৩৪। তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। ছয় নম্বরে থাকা আল-ফাতেহর পয়েন্ট ২২। প্রতিপক্ষ আল ফাতেহর মাঠে এদিন ম্যাচে শুরুটা ভালো হয়নি রোনালদোর দলের। দুই দুইবার পিছিয়ে পড়ে হারের মুখে পড়েছিল আল নাসর। ম্যাচের যোগ করা সময়ের গোল করে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন রোনালদো। ম্যাচের ১২ মিনিটে পিছিয়ে পড়ে আল নাসর। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে গোল করে আল-ফাতেহকে এগিয়ে দেন সাবেক বার্সেলোনা তারকা ক্রিশ্চিয়ান তেলেস্না। ম্যাচের ২৩তম মিনিটে বল জালে জড়িয়েছিলেন রোনালদো। কিন্তু অফসাইডে থাকায় গোল মিলেনি। এরপরও সুযোগ ছিল তার। কিন্তু ফাঁকায় থেকেও লক্ষ্যে শট নিতে পারেননি তিনি। আর ৪২ মিনিটে সমতায় ফেরে আল নাসর। গোলটি করেন দারুণ ছন্দে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিসকা। যোগ করা সময়ে রোনালদোর শট ক্রসবারে ফিরে না আসলে বিরতির আগেই দলকে এগিয়ে দিতে পারতেন রোনালদো। ম্যাচের ৫৮ মিনিটে ফের পিছিয়ে পড়ে আল নাসর। মারওয়েন সাদানির কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সোফিয়ান বেন্দেবকার। এরপর গোল শোধ করতে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের মধ্যে। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে হলুদ কার্ডও দেখেন রোনালদো। তবে যোগ করা সময়ে সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন রোনালদো। রোনালদোর দেওয়া শেষ মুহূর্তের গোলে স্বস্তি পেলেও দুশ্চিন্তা বেড়েছে আল নাসরের। কারণ ম্যাচের অন্তিম সময়ে লাল কার্ড দেখে বহিষ্কার হন ইনফর্ম ফরোয়ার্ড তালিসকা। গত ডিসেম্বরেই আল নাসরের সঙ্গে আড়াই বছরের চুক্তিতে আবদ্ধ হন রোনালদো। ক্লাবে আসার পরই তার হাতে তুলে দেওয়া হয় নেতৃত্বের আর্মব্যান্ড। সৌদি প্রো লিগে রোনালদোর আল নাসর এখন রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।