বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সারা জীবন আক্ষেপ থাকবে :মুয়ানি

ক্রীড়া ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ঘড়িতে তখন সময় ১২৩ মিনিট। নির্ধারিত সময়ের খেলা তখন শেষ হয়েও চলছিল যোগ করা সময়ের খেলা। ঠিক সেই মুহূর্তেই সুবর্ণ এক সুযোগ পেলেন রান্ডাল কোলো মুয়ানি। কিন্তু অবিশ্বাস্য দক্ষতায় তার শট আটকে দিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেজ। যা কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ছবি হয়েই রয়েছে।

শুধু সেই সেভ করেই নায়ক নন এমি। এরপর টাইব্রেকারে ফিরিয়েছেন একটি শট। চুয়ামিনির মিসের পেছনেও ছিল তার মনস্তাত্ত্বিক লড়াইয়ের জয়। তাতে ৩৬ বছর পর ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। অথচ এই সব কিছু বদলে যেতে পারতো যদি মুয়ানি সেই মিসটা না করতেন।

গোলটি হলে ফের বিশ্বচ্যাম্পিয়ন হতো ফ্রান্সই। তখন পর্যন্ত ম্যাচের ফলাফল ছিল ৩-৩ এ সমতায়। এরপর ম্যাচ বাকি ছিল না পূর্ণ এক মিনিটও। শোধ করার পর্যাপ্ত সময়ই হয়তো পেত না আর্জেন্টাইনরা। তবে সে সময় কি হাতছাড়া করেছেন তা বুঝতেই পারেননি মুয়ানি, 'সত্যি বলতে কি আমি প্রথমে বুঝতেই পারিনি যে কি হয়ে গেল। পরে ভিডিও দেখে বুঝতে পেরেছি ও (এমি মার্তিনেজ) কি করেছে।'

তবে এখন যখন সেই ভিডিও দেখেন তখনই যেন হৃদয়ে আঘাত পান এ ফরাসি ফরোয়ার্ড, 'আমি এখনো এটা দেখি, আমি এটা হৃদয় দিয়ে জানি। আমার মাথায়, আমি মনে মনে বলি : 'রান্ডাল, তোমাকে এখন শট নিতে হবে'। আমি কাছের পোস্টের দিকে শট নেওয়ার চেষ্টা করেছি কিন্তু গোলরক্ষক খুব ভালো সেভ করেছিলেন। তবে অন্যান্য বিকল্পও ছিল।'

আর এই আক্ষেপ সারা জীবনই বয়ে বেড়াতে হবে তা স্পষ্ট জানিয়ে দেন এ ফরাসি, 'আমি লব করতে পারতাম, কিংবা (বাঁ দিকে) কিলিয়ান এমবাপেকে খুঁজে পেতে পারতাম। কিন্তু ওই মুহূর্তে, আমি তাকে দেখতে পাইনি। আপনি যখন পুনরায় দেখবেন তখনই আপনি অন্যান্য বিকল্পগুলো আবিষ্কার করতে পারবেন। অনেক দেরি হয়ে গেছে। এটি এখনো আটকে আছে আমার গলায় এবং এটা সারা জীবনই আমার সঙ্গে থাকবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে