বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুটানকে গোল বন্যায় ভাসাতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আজ গ্রম্নপ পর্বের শেষ দু'টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়াতে কোনো সেমিফাইনাল নেই। গ্রম্নপের সেরা দুই দল খেলবে ফাইনালে। তবে আগের ম্যাচগুলোর ফলাফল পয়েন্টের সমীকরণে আজকের দু'টি ম্যাচ পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। চার দলের মধ্যে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে ভুটানের। আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ৩টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নেপাল। পরের ম্যাচে সন্ধ্যা ৭টায় স্বাগতিক বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। এই ম্যাচে নূ্যনতম ড্র করতে পারলেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত। তবে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানোর লক্ষ্য লাল-সবুজের মেয়েদের।

টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দুই দল বাংলাদেশ ও ভারত। দুই দলেরই চার পয়েন্ট। তবে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে হারানোতে গোল গড়ে টেবিলের শীর্ষে আছে ভারত। অন্যদিকে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে নেপাল। তাই ফাইনালে খেলতে ভারতের বিপক্ষে আজ জয়ের বিকল্প নেই হিমালয় কন্যাদের। ভারত ১ পয়েন্ট পেলেই ফাইনালে চলে যাবে। তবে নেপালের কাছে হারলে বিদায় প্রায় নিশ্চিতই হয়ে যাবে ভারতের। তখন বাংলাদেশ ম্যাচের ওপর নির্ভর করবে তাদের ফাইনালে যাওয়া।

টুর্নামেন্টে দুই ম্যাচে ১৬ গোল হজম করা ভুটানের কাছে এই টুর্নামেন্টটা দুঃসপ্নের মতোই। কমলাপুরের মানহীন টার্ফে খেলে গুরুত্বপূর্ণ চার ফুটবলার এখন ইনজুরিতে তাদের। ভারত এবং নেপালের কাছে বিধ্বস্ত হওয়া এই দলটির বিপক্ষে নিঃসন্দেহে আজ ফেবারিট বাংলাদেশ। নেপালের বিপক্ষে জয় এবং ভারতের সঙ্গে ড্রয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠার শেষ সিঁড়িতে শামসুন্নাহার, রুপনা চাকমারা। কমলাপুর স্টেডিয়ামে আজ তাই ভুটানের বিপক্ষে এক পয়েন্ট পেলেই শিরোপা মঞ্চে পা রাখবে গোলাম রব্বানী ছোটনের দল। তবে ড্র নয়, প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে ফাইনালের প্রস্তুতি সারতে চায় লাল সবুজের মেয়েরা। মেয়েদের বয়সভিত্তিক সব টুর্নামেন্টে ভুটানকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। স্বাগতিকদের ফাইনালে ওঠার সমীকরণ ড্র হলেও, ভুটানকে হারানোর প্রত্যয় আফিদা, আকলিমাদের। শুধু জয় নয়, ভারতের মতো এই প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারানোর আশা। কোচ গোলাম রব্বানীও আত্মবিশ্বাসী। তার কথায়, 'আমার কাছে সব দলই সমান শক্তিশালী। যেহেতু ভুটান আগের দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছে, তাই আমরাও চাইব বড় জয়। তাই বলে আত্মতুষ্টিতে ভুগছি না। কারণ ফুটবলে জিততে হলে ৯০ মিনিট পর্যন্ত এক দম নিয়ে খেলতে হবে।'

ভারতের বিপক্ষে মধ্যমাঠ এবং আক্রমণ ভাগে এলোমেলো ছিলেন মেয়েরা। গোলকিপার রুপনা অবিশ্বাস্য কয়েকটি সেভ না করলে গোলশূন্য ড্রয়ের পরিবর্তে হার নিয়ে মাঠ ছাড়তে হতো বাংলাদেশকে। তাই ভুটান ম্যাচের আগে কোচের বড় দুশ্চিন্তা ফরোয়ার্ড লাইন নিয়ে, 'আক্রমণ ভাগে আরেকটু গোছানো হতে হবে। আশা করি, ভুটানের বিপক্ষে ফরোয়ার্ডরা তাদের সেরাটা মেলে ধরবে।' ভুটান কোচ কারমা দেমা তো বাংলাদেশকে শিরোপার অন্যতম দাবিদার বলে দিয়েছেন। টার্ফে খেলে চার ফুটবলার চোটে পড়ায় ম্যাচের চেয়ে খেলোয়াড়দের নিয়েই বেশি ভাবতে হচ্ছে তাকে, 'টুর্নামেন্ট তো শেষ আমাদের। ভয়ংকর একটা অভিজ্ঞতা হয়েছে। মানহীন টার্ফে খেলে আমার চার ফুটবলারের সাফ শেষ। প্রতিপক্ষ বাংলাদেশ অনেক শক্তিশালী। তাদের সঙ্গে ভালো খেলার চেষ্টা করব আমরা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে