লিগে শুভসূচনা সাইফ চট্টগ্রাম আবাহনীর

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
দীঘির্দন পর ঢাকার গÐির বাইরে পা রাখল প্রিমিয়ার ফুটবল লিগ। তাতে ফুটবল-উৎসবে মাতোয়ারা হলো ময়মনসিংহ। দেশি তারকা ফুটবলারদের সঙ্গে বিদেশি ফুটবলারদের ক্রীড়াশৈলী উপভোগ করলেন দশর্করা। ঘরে ফিরলেন নিজেদের দলের জয়ের আনন্দ নিয়ে। নিজেদের দল? ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম যখন সাইফ স্পোটির্ং ক্লাবের হোম ভেন্যু, তখন ক্লাবটিতো ময়মনসিংহবাসীরই! নিজেদের দশর্কদের সামনে সাইফ ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। এদিকে, ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ১-০ গোলে হারিয়ে লিগে শুভসুচনা করেছে চট্টগ্রাম আবাহনী। পূণার্ঙ্গভাবে না হলেও আংশিকভাবে হোম এবং অ্যাওয়ে ম্যাচের মাধ্যমে পা রাখল পেশাদার লিগ, সেটাও ১১তম আসরে এসে। এর আগেও পেশাদার লিগের খেলা হয়েছে ঢাকার বাইরে, দুই একটি ক্লাব ঢাকার বাইরের ভেন্যুকে নিজেদের হোম ভেন্যু বানিয়ে খেলেছে। তবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের ব্যাপারটা ঠিক ছন্দ মেনে চলেনি। এবারের চিত্রটা ভিন্ন। খেলা হচ্ছে ঢাকার বাইরের পঁাচটি ভেন্যুতে। তারই একটি রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম, যেটা সাইফ স্পোটির্ংয়ের হোম ভেন্যু। নিজেদের মাঠে দলটির শুরুটা হয়েছে দুদার্ন্ত। দারুণ খেলে রহমতগঞ্জকে উড়িয়ে দিয়েছে তারা। জাভেদ খান আর হাসান নয়নের গোলে ৪৬ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় সাইফ। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ফয়সাল আহমেদ। এদিকে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে মুক্তিযোদ্ধা। তিন পয়েন্ট না হোক, অন্তত একটি পয়েন্ট পেতেই পারত তারা। যদিও শুরুর দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায় চট্টগ্রাম আবাহনীই। ৯ মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের গড়ানো শট নেন ফাহিম মুশের্দ। গোলরক্ষক ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি। কিন্তু দুভার্গ্য চট্টগ্রাম আবাহনীর, বল বা পোস্টে লেগে ফেরত আসে। গোল হজমের হাত থেকে বেঁচে গিয়ে ম্যাচে লিড নেয়ার চেষ্টা করতে থাকে আব্দুল কাইয়ুম সেন্টুর মুক্তিযোদ্ধা। এক পযাের্য় তারা দারুণ চাপ সৃষ্টি করতে সক্ষম হয় চট্টগ্রাম আবাহনীর ওপর। ৩২ মিনিটে বক্সের বেশ কাছেই ফ্রি কিক পায় মুক্তিযোদ্ধা। জাপানিজ মিডফিল্ডার ইউসুকে কাতুর ভাসিয়ে দেয়া বল বক্সে হেডে ক্লিয়ার করেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা। প্রথমাধর্ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়াধের্র শুরুতেই ফ্রি কিকের সুযোগ কাজে লাগিয়ে অসাধারণ এক গোলে ম্যাচে লিড নেয় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের বয়স তখন ৫০ মিনিট। বক্সের বেশ কাছেই ফ্রি কিক পায় চট্টগ্রাম আবাহনী। বা প্রান্ত থেকে নাইজেরিয়ান ফরোয়াডর্ মাগালান আওয়ালা মুক্তির রক্ষণ দেয়াল টপকে বল পাঠান বক্সে। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে বল গতিপথ বদলে জড়ায় মুক্তিযোদ্ধার জালে (১-০)। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে বাল্লো ফেমোস্সার শট ফিরিয়ে দেন গোলরক্ষক নেহাল। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে আবারো জোড়ালো শট নিয়েছিলেন আইভরিকোস্টের এই ফুটবলার। কিন্তু বল সাইডপোস্টে লেগে ফেরত আসায় আবারো হতাশায় ভাসে মুক্তি শিবির। তাদের শেষ প্রচেষ্টা ছিল এটিই। অবশেষে শেষ বঁাশি বাজান রেফারি। ১-০ গোলের জয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী। আজ বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের মুখোমুখি হবে টিম বিজেএমসি। দুপুর ৩টায় ময়মনসিংহে হোম ম্যাচে আরামবাগ খেলবে শেখ রাসেলের বিপক্ষে।