আবার মাদ্রিদ যাচ্ছেন রোনালদো

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মাদ্রিদ শহরের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পকর্ বেশ পুরনো। তবে গত বছরের জুলাইয়ে সেখানকার ক্লাব রিয়ালের সঙ্গে চুক্তি ছিন্ন করে পতুির্গজ যুবরাজ পাড়ি দিয়েছেন জুভেন্টাসে। এরপরও মাদ্রিদে ফিরতে হচ্ছে তাকে। কোনো ক্লাবের হয়ে খেলতে নয়, কর ফঁাকি মামলায় স্প্যানিশ প্রসিকিউটরের সামনে তাকে এবার হাজির হতে হবে। ওই মামলায় রোনালদোর ২৩ মাসের জেল এবং জরিমানা হতে পারে। রিয়ালের সঙ্গে ২০০৯ থেকে ২০১৮ সাল পযর্ন্ত ছিলেন রোনালদো। এরপরই পতুির্গজের তারকা এ ফরোয়াডর্ স্পেন থেকে ইতালিতে পাড়ি দিলেও তার বিরুদ্ধে বিপুল পরিমাণ কর ফঁাকির অভিযোগ রয়েছে। কিন্তু গত গ্রীষ্মে স্প্যানিশ কর কতৃর্পক্ষের সঙ্গে ১ কোটি ৮৮ লাখ ইউরোর বিনিময়ে জেল হাজত থেকে রেহাই পাওয়ার ব্যবস্থা করেন রোনালদো। আগামী মঙ্গলবার মাদ্রিদের আদালতে তার জরিমানার বিষয়টি চ‚ড়ান্ত হওয়ার কথা। ইতালিয়ান সিরি‘আতে সোমবার চিয়েভোর মুখোমুখি হবে জুভেন্টাস। ওই ম্যাচটি খেলেই মাদ্রিদে উড়াল দেয়ার কথা রোনালদোর।