অনূধ্বর্-১৯ দলে বিপিএলের অঁাচ!

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের ষষ্ঠ আসর নিয়ে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। সেই ব্যস্ততার অঁাচ লাগল বাংলাদেশ অনূধ্বর্-১৯ দলেও। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে ইংল্যান্ড অনূধ্বর্-১৯ দল। ইংলিশ যুবাদের সঙ্গে লড়াইয়ের জন্য শনিবার ১৫ সদস্যের যে দলটি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোডর্ (বিসিবি), সেখানে নেই নিয়মিত অধিনায়ক তৌহিদ হৃদয় আর শরীফুল ইসলামের নাম। সিলেট সিক্সাসের্র হয়ে বিপিএলে খেলছেন ব্যাটসম্যান তৌহিদ। পেসার শরীফুল খেলছেন খুলনা টাইটান্সে। নিজ নিজ দলের একাদশে প্রায় নিয়মিত মুখ তারা। তাই এই যুগলকে বাইরে রেখেই ঘোষণা করা হয়েছে ইংল্যান্ড সিরিজের দল। তৌহিদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান যুব বিশ্বকাপ এবং এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করেছিলেন। তার সহকারী হিসেবে থাকবেন বঁাহাতি স্পিন অলরাউন্ডার শামীম হোসেন। ২৫ জানুয়ারি কক্সবাজারে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ডের যুবারা। এরপর স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টি২০ ম্যাচটি তারা খেলবে ২৭ জানুয়ারি। এরপর আগামী ২৯ ও ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রæয়ারি তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে কক্সাবাজার স্টেডিয়ামে। ৭ এবং ১৫ ফেব্রæয়ারি চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে চারদিনের ম্যাচ দুটি। দল : আকবর আলী (অধিনায়ক), শামীম হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসাইন, মাহমুদুল হাসান, অমিত হাসান, রকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, রিশাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহিন আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও তানজিম হাসান সাকিব। স্ট্যান্ডবাই : সাজিদ হাসান সিয়াম, মিজানুর রহমান মোহনা, মুজাক্কির হুসাইন, আসাদুল্লাহ হিল গালিব ও ফজলে রাব্বি।