প্রতিশোধ চায় রাজশাহী

বিপিএল ২০১৯ আজকের খেলা কুমিল্লা-রাজশাহী সরাসরি, দুপুর ১.৩০ মি. ঢাকা-চিটাগং সরাসরি, সন্ধ্যা ৬.৩০ মি.

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে প্রথম দেখায় রাজশাহী কিংসকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছিল সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট ঘুরে বিপিএল যখন ঢাকায় ফিরছে, তখন ফিরতি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। পয়েন্ট টেবিলে কুমিল্লা ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে, ৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রাজশাহী। এরপরও রাজশাহীকে সমীহ করছে কুমিল্লা। অন্যদিকে, রাজশাহী শিবিরে জ্বলছে প্রতিশোধের আগুন। দিনের আরেক ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইটস আর চিটাগং ভাইকিংস। ঢাকা পবের্ক সামনে রেখে রোববার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে দলগুলো। এরই এক পযাের্য় কুমিল্লার জিয়াউর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ফিরতি লড়াইয়ে রাজশাহীর পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েই যত দুশ্চিন্তা তাদের। বাহাতি কাটার মাস্টারকে ভালোভাবে সামলানোর পরিকল্পনা সাজাচ্ছেন তারা। কুমিল্লা দলেও ভালো ব্যাটসম্যান রয়েছেন। তাই নিজেদেরই এগিয়ে রাখছেন জিয়া, ‘অবশ্যই মুস্তাফিজ খুবই ভালো বোলার। আমাদের ব্যাটসম্যানরা ফমের্ আছে। এটা গুরুত্বপূণর্ জিনিস। আমি আশা করি মুস্তাফিজকে খুব ভালোভাবে হ্যান্ডেল করবে। আমাদের টিম অনেক এগিয়ে আছে।’ কুমিল্লা দলের নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ ইনজুরির কারণে খেলতে পারছেন না। তিনি নিজ দেশে চলে গেছেন। তারপরও দলটির সেরা ব্যাটিং লাইনে রয়েছেন এনামুল বিজয়, এভিন লুইস, তামিম ইকবাল, পাকিস্তানি শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, লিয়াম ডসনের মতো তারকা ক্রিকেটাররা। নিজেদের দলকে শক্তিশালী জানিয়ে জিয়া বলেন, ‘আমরা দুইটি ম্যাচ হেরে পরপর চারটি ম্যাচ জিতেছি। শেষ ম্যাচ জেতার পর আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আমাদের যে দুবর্লতাগুলো ছিল সেগুলো পূরণ করে আবার খেলার চেষ্টা করব। আশা করি এভিন লুইস আবার ফিট হয়েছে। এখন ভালো পজিশনে আছে।’ সিলেট পবের্ ঢাকা ডায়নমাইটসের বিপক্ষে ২০ রানের জয় পায় রাজশাহী। সেটা আত্মবিশ্বাস বাড়িয়েছে দলটির। ওই ম্যাচে ব্যাট হাতে মাশার্ল আইয়ুব দলের পক্ষে সবোর্চ্চ ৪৫ রানের ইনিংস খেলেছেন। কুমিল্লার বিপক্ষে প্রতিশোধ নেয়ার লক্ষ্য রাজশাহীর এই ব্যাটসম্যানের, ‘টুনাের্মন্টের একটা টপ টিমকে আপনি যখন হারাবেন তখন আপনার টিমের চেহারাই অন্যরকম থাকে। সেটা আমাদের ভেতরেও আছে। নেক্সট ম্যাচ বড় টিম কুমিল্লার বিপক্ষে, অবশ্যই আমরা ফাইট ব্যাক করব, ওদের সাথে একটা ম্যাচে হেরেছি আমরা, এটা আমাদের মেইন টাগের্ট থাকবে রিভেঞ্জ নেয়া।’ কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে ভয় যে মুস্তাফিজকে নিয়ে, মাশার্ল আইয়ুবও মনে করেন মুস্তাফিজ তাদের গুরুত্বপূণর্ বোলিং শক্তি, ‘আমি মনে করি আমাদের বেস্ট স্ট্রেন্থ হচ্ছে মুস্তাফিজ। আপনি যদি আমাদের ম্যাচ দেখেন, ও আমাদের ম্যাচ উইন করেছে। ও মিরাজ, আমাদের বোলিং আক্রমণ অবশ্য ভালো। এটা আমাদের অনেক বড় প্লাস পয়েন্ট এবং মুস্তাফিজ রয়েছে, এটাও আমাদের জন্য ভালো।’ রাজশাহীর বোলিং শক্তির বিপরীতে ব্যাটসম্যানদের দুবর্লতার প্রমাণ মিলেছে। কিন্তু ঢাকার ম্যাচেই সৌম্য, মুমিনুল রানে ফিরবে বলে মনে করেন মাশার্ল, ‘অবশ্যই ওরা (ব্যাটসম্যানরা) ব্যক্তিগত পযাের্য় চেষ্টা করবে, আগের ম্যাচগুলোতে হয়তো হয়নি। পরের ম্যাচগুলোতে বড় ইনিংস খেলবে। সৌম্য প্রæভেন প্লেয়ার। নেটে ও অনেক কষ্ট করছে। আমরা আশাবাদী সৌম্য, মুমিনুল কামব্যাক করবে।’ বিপিএলের লিগ পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীষের্ সাবেক চ্যাম্পিয়ন ডাকা ডায়নামাইটস। সোমবার নতুন প্রতিপক্ষ চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে মাঠে নামবে তারা। রোববার বিসিবি একাডেমি মাঠে অনুশীলনে এসে ঢাকার পক্ষে কথা বলেন নুরুল হাসান সোহান। অন্যান্য দলের বিপক্ষে তারা যেভাবে জিতে এসেছেন, চট্টগ্রামকেও তারা একই চোখে দেখছেন। সোহান বলেন, ‘বিপিএলে সবদলই কমপেটিটিভ টিম। টি২০তে যেইদিন যেই দল ভালো খেলে তারাই জিতে। আমরা আশা করব যে যেই মুমেমটামে জিতে আসছি, সেটাই কন্টিনিউ করতে পারব। ভালো পারফমর্ করলে অবশ্যই ভালো রেজাল্ট হবে।’ নিজেদের দলের পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী সোহান বলেন, ‘আমাদের জন্য ভালো যাচ্ছে। যে যেখানে আছে সেখানেই পারফমর্ করছে। দেশি বলেন বিদেশি বলেন অবস্থা অনুযায়ী পারফমর্ করা, যারা লোকাল বিদেশি আছে, সবাই ওই কাজটাই করছে। সামনেও করার চেষ্টা থাকবে।’ চট্টগ্রাম ভাইকিংস সম্পকের্ মন্তব্য করতে গিয়ে সোহান বলেন, ‘ভাইকিংস অবশ্যই ভালো দল। ওরা ব্যাট করছে, ভালো ফিল্ডিং সাইড দলটি। সোমবার যারা ভালো করতে পারবে, সিচুয়েশন অনুযায়ী যেটা ডিমান্ড করার সেটা যারা ভালো করতে পারবে তারাই ভালো করবে।’