ইউরোপিয়ান ফুটবল

৯ গোলে পিএসজির প্রতিশোধ

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলের পর কিলিয়ান এমবাপের উচ্ছ¡াস
মধুর প্রতিশোধ নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি)। দিন দশেক আগে ফ্রেঞ্চ কাপের কোয়াটার্র ফাইনালে ২-১ গোলের জয় তুলে যে গুইনগ্যাম্প বিদায় করে দিয়েছিল পিএসজিকে, সেই দলটিকে শনিবার রাতে বড় হারের লজ্জা দিয়েছে তারা। লিগ ওয়ানের ম্যাচে কিলিয়ান এমবাপে আর এডিনসন কাভানির হ্যাটট্রিক এবং নেইমারের জোড়া গোলে ফরাসি চ্যাম্পিয়নরা জিতেছে ৯-০ ব্যবধানে। এদিকে, লা-লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। টানা দুই হারের পর সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে সান্তিয়াগো সোলারির দল। এদিন প্রতিপক্ষের রক্ষণে মুহুমুর্হু আক্রমণে ত্রাস ছড়ায় স্বাগতিকরা। এমন ত্রাস ছড়ানো সম্ভব হয়েছে নেইমার-এমবাপে আর কাভানির ত্রয়ী আক্রমণে। যার শুরুটা করেন নেইমার। ১১ মিনিটে করেন প্রথম গোল। নেইমারের শুরুর পর এই অধের্ আরও দুবার বল জালে জাড়ায় পিএসজি। ৩৭ ও ৪৫ মিনিটে কিলিয়ান এমবাপে জোড়া গোল করে স্কোর লাইন করেন ৩-০। তবে প্রথমাধের্র চেয়ে দ্বিতীয়াধের্ই বেশি আগ্রাসী ছিলো পিএসজি। কাভানি করেন হ্যাটট্রিক, এমবাপেও আরেকটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। নেইমার অবশ্য এই অধের্ একটি মাত্র গোল করেন। এমন ত্রাস ছড়ানো পারফরম্যান্সে এক পযাের্য় ফরাসি লিগে ঘরের মাঠে বিশাল জয়ের রেকডর্ ভাঙার সম্ভাবনাও তৈরি করে ফেলেছিলো তারা। কিন্তু ৮৩তম মিনিটে দলের হয়ে নবম গোলটি করেন থমাস মুনিয়ের। এরপর আর কোনো গোল না হওয়ায় ৯-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। অবশ্য বড় জয়ের রেকডির্ট ছিলো ১২-১ গোলের। এই জয়ে ১৯ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীষের্ই আছে পিএসজি। এদিকে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বানার্ব্যুতে রিয়াল-সেভিয়া ম্যাচে অবশ্য লড়াই ছিল হাড্ডাহাড্ডি। প্রথমাধের্ কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়াধের্ও কঠিন লড়াই চলছিল। মনে হচ্ছিল ম্যাচটি হয়তো ড্রহতে চলেছে। কিন্তু ৭৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। ক্যাসেমিরোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। অতিরিক্ত সময়ে তথা (৯০+২) মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। গোলটি করেন লুকা মাদ্রিচ। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সোলারির দল। এই জয়ে ২০ ম্যাচে ৩৬ পয়েন্টে সেভিয়াকে (৩৩) টপকে তিন নম্বরে উঠে এসেছে রিয়াল। এক ম্যাচ কম খেলে বাসেের্লানা ৪৩ পয়েন্ট নিয়ে শীষের্। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্টে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।