চেষ্টা চালিয়ে যাচ্ছেন হ্যান্ডসকম্ব

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বাকবদলের একটা মাসই কাটালেন পিটার হ্যান্ডসকম্ব। সেখানে যেমন উত্থান ছিল, পতনও ছিল। টেস্ট দলে ফেরার উচ্ছ¡াসের মাঝে ছিল বক্সিং ডে টেস্ট থেকে বাদ পড়ার হতাশাও। ফেরার পর খেলেছেন কেবল সিডনি টেস্টে। তবে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ছিলেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় সবোর্চ্চ রানসংগ্রাহক। হ্যান্ডসকম্ব জানালেন, যেখানেই সুযোগ পাচ্ছেন, সেখানেই ভালো খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিগব্যাশ লিগে ম্যাচ জেতানো ৭০ রানের ইনিংস খেলার সুবাদে পেয়েছিলেন টেস্ট দলে ফেরার টিকিট। এরপর ওয়ানডের রঙিন পোশাকটাও উঠে তার গায়ে। অথচ এই ভিক্টোরিয়ানকে বাইরে রেখেই ভারতের বিপক্ষে মেলবোনর্ টেস্ট খেলতে নামে অজিরা। পাথের্ সিরিজে সমতা ফেরানো ম্যাচেও তিনি ছিলেন কেবলই দলের অংশ হয়ে। হ্যান্ডসকম্ব অবশ্য ওসব নিয়ে ভাবছেন না, ‘সব রানই দামি। আমি শুধু চেষ্টা করে যাচ্ছি অস্ট্রেলিয়ার হয়ে যেকোনো ফরম্যাটে খেলে যাওয়ার। যদি আমি ওয়ানডেতে ভালো করি, তবে দিনটা সুখের। কিছু ক্ষেত্রে পুনরায় লাল বলের ক্রিকেটে নিজেকে ঠেলে দিতে পারি। তবে এই মুহ‚তের্ সাদা বলেই মনোনিবেশ করতে হবে আমাকে।’ ওয়ানডে দলে যে ভ‚মিকা তাকে দেয়া হয়েছে সেটা পরিষ্কার এবং ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান কোনোরূপ ভনিতা না করেই বলে দিলেন, ওয়ানডে র‌্যাংকিংয়ের বতর্মান শীষর্ দল ইংল্যান্ডের ব্যাটিং কৌশলটা মাথায় রেখেই এগোচ্ছেন, ‘তারা প্রবল শক্তিতে শুরু করে, তবে তাদের নিয়ন্ত্রকও আছে। তাদের রুট এবং মরগান আছে, মাঝপথে যারা নিয়ন্ত্রকের ভ‚মিকা নিচ্ছে। আমিও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে এবং স্পিনের বিপক্ষে খুব ভালো খেলতে চাই। স্পিনের বিপক্ষে স্ট্রাইক বদল করতে চাই আমরা এবং এটাকে ভালোভাবে আয়ত্ত করতে চাই।’ ডেভিড ওয়ানার্র আর স্টিভ স্মিথ দলে ফিরে এলে বেশ কয়েকজনের জন্য জায়গা ধরে রাখা কঠিন হবে। এমতাবস্থায় দলের প্রয়োজনে বিশেষজ্ঞ কিপারব্যাটসম্যান হিসেবেও খেলতে রাজি হ্যান্ডসকম্ব। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ভিক্টোরিয়ান্সের হয়ে নিয়মিতই উইকেটকিপিং করেন। মেলবোনর্ স্টারসের্র প্রয়োজনেও গøাভসহাতে দঁাড়ান উইকেটের পেছনে।