পান্ডিয়া-রাহুলকে খেলতে দেয়ার অনুরোধ

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ভারতীয় সুপ্রিম কোটর্ নতুন করে ন্যায়পাল নিয়োগ না দেয়া পযর্ন্ত বিচারিক কোনো সিদ্ধান্ত নিতে পারছে না দেশটির ক্রিকেট বোডের্র প্রশাসক কমিটি। যে কারণে ঝুলে আছে অনিদির্ষ্ট কালের জন্য নিষিদ্ধ হওয়া লোকেশ রাহুল আর হাদির্ক পান্ডিয়ার ভবিষ্যৎ। এমন পরিস্থিতিতে বোডের্র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সিকে খান্না প্রশাসকদের কাছে ওই দুই ক্রিকেটারকে ঝুলিয়ে না রেখে খেলতে দেয়ার অনুরোধ জানিয়েছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোডের্র (বিসিসিআই) নতুন গঠনতন্ত্র অনুসারে বোডের্র বিচার কাযের্র সবোর্চ্চ ব্যক্তি এই ন্যায়পাল। কিন্তু সুপ্রিম কোটর্ এখন পযর্ন্ত নতুন করে ন্যায়পাল নিয়োগ দেয়নি। তাই বিসিসিআইয়ের অনেক সিদ্ধান্তই ঝুলে আছে। ঝুলে গেছে রাহুল-পান্ডিয়ার বিষয়টিও। এমতাবস্থায় সিকে খান্না দাবি জানালেন, ‘যেহেতু তদন্ত আটকে আছে তাই এই মুহূতের্ এই দুই ক্রিকেটারকে খেলার অনুমতি দেয়া হোক। নিউজিল্যান্ড সিরিজে যত দ্রæত সম্ভব তাদের খেলতে দেয়া হোক।’ ভারতীয় সেলেব্রেটি টক শো কফি উইথ করণে নারীদের নিয়ে দুই ক্রিকেটারের করা অশালীন মন্তব্য নিয়ে সিকে খান্নার বক্তব্য, ‘ওরা ভুল করেছে। এই কারণে ওদের নিষিদ্ধও করা হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজ থেকে ডেকে পাঠানো হয়েছে। এই অবস্থায় তারা ক্ষমাও চেয়ে নিয়েছে। ওদের ক্যারিয়ারটাকে আমাদের হুমকির মুখে ফেলা উচিত হবে না।’