প্রতিশোধ নয়, পয়েন্ট চাই আবাহনীর

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
দুই দিনের বিরতি শেষ, আগামীকাল থেকে আবারও মাঠে গড়াবে পেশাদার ফুটবল লিগ। লিগে প্রথমবারের মতো দেখা হতে যাচ্ছে বতর্মান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী আর শক্তিধর বসুন্ধরা কিংসের। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি বসুন্ধরার জন্য আধিপত্য ধরে রাখার। অন্যদিকে, আবাহনীর জন্য তা হতে পারত প্রতিশোধের। তবে প্রতিশোধ নয়, হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট পাওয়া নিয়েই ভাবছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিগত কয়েক মৌসুম ধরে ঘরোয়া ফুটবলে একরকম অপ্রতিদ্ব›দ্বী ঢাকা আবাহনী। তবে এবারের মৌসুমে তাদের প্রধান প্রতিদ্ব›দ্বী হয়ে উঠেছে বসুন্ধরা। মৌসুমের প্রথম দুই টুনাের্মন্টেই বিষয়টা লক্ষ্য করা গেছে। ফেডারেশন কাপের ফাইনালে তুমুল লড়াই করেও শেষ পযর্ন্ত আবাহনীর সঙ্গে পেরে না উঠলেও স্বাধীনতা কাপের সেমিফাইনাল থেকে ঠিকই দলটিকে বিদায় করে দিয়েছিল বসুন্ধরা। শেষ পযর্ন্ত আসরে চ্যাম্পিয়নও হয় দেশের শীষর্ পযাের্য়র ফুটবলে নবাগত দলটি। লিগে প্রথম সাক্ষাৎ হলেও স্বাধীনতা কাপের সেমিতে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ আবাহনীর সামনে। তবে প্রতিশোধমন্ত্রে নিজেদের উদ্দীপ্ত করছে না ঐতিহ্যবাহীরা। লিগ শিরোপা ধরে রাখতে প্রতিটি ম্যাচেই পূণর্ পয়েন্ট অজর্ন করাই মূল লক্ষ্য তাদের। দলটির ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বললেন, ‘প্রতিশোধের কোনো বিষয় নেই। লিগের গুরুত্বপূণর্ ম্যাচ। আমরা সবসময় যেভাবে খেলি, এই ম্যাচেও সেভাবেই খেলব।’ লক্ষ্যপথে আকাশি-নীল শিবিরের শুরুটা হয়েছে আরেক নবাগত নোফেল স্পোটির্ং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা ১-০ হারিয়েছে শক্তিধর শেখ জামাল ধানমÐি ক্লাবকে। ওই ম্যাচে ঠিক চেনা ছন্দে দেখা যায়নি বসুন্ধরাকে। দলের বড় তারকারা মাঠে ছিলেন নিজেদের ছায়া হয়ে। আবাহনীর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বিষয়টিতে সতকর্ দৃষ্টি রাখছেন বসুন্ধরার কোচ অস্কার ব্রæজন, ‘লিগের শুরুটা জয় দিয়ে হয়েছে, সে জন্য আমি খুশি। তবে ওই ম্যাচে আমরা চেষ্টা করেও একটির বেশি গোল করতে পারিনি। এটি নেতিবাচক। আমরা চেষ্টা করব আগামী ম্যাচে আরও ভালো খেলতে এবং বড় দলের বিপক্ষে যে জয় দিয়ে শুরুটা হয়েছে সেটি অব্যাহত রাখতে।’ অথার্ৎ লিগের বতর্মান রানাসর্আপদের হারিয়ে এবার চ্যাম্পিয়নদের হারানোর মিশনে নামতে যাচ্ছে বসুন্ধরা। সেটাও নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে। এটা বসুন্ধরার হোম ভেন্যু। স্বাভাবিকভাবেই তাদের সমথর্কই বেশি থাকার কথা। কিন্তু আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু মনে করছেন, সারাদেশেই তাদের সমথর্ক আছে। প্রিয় দলকে সমথর্ন জানাতে নীলফামারীর সমথর্করাও হাজির হবেন গ্যালারিতে, ‘সারা দেশেই আবাহনীর সমথর্ক আছে। তাই এটা তাদের (বসুন্ধরা) জন্য যা আমাদের জন্যও তা।’ প্রতিপক্ষ নিয়ে না ভেবে ম্যাচে নিজেদের সেরা পারফরম্যন্স দিয়ে পয়েন্ট আদায়ের দিকেই বেশি মনযোগী আবাহনী। রুপু বললেন, ‘সব প্রতিপক্ষই শক্তিধর, আমরা সেভাবেই চিন্তা করছি। সব প্রতিপক্ষর উপর শ্রদ্ধা রেখেই আমাদের পরিকল্পনা সাজাতে হবে। লিগে ২৪ ম্যাচ, প্রতিটি ম্যাচই গুরুত্বপূণর্।’