সেরেনার দাপটে হালেপের বিদায়

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
জয়ের পর সেরেনা উইলিয়ামসের উদযাপন। সোমবার শীষর্ তারকা সিমোনা হালেপকে বিদায় করে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়াটার্র ফাইনালে উঠে গেছেন মাকির্ন কৃষ্ণকলি Ñওয়েবসাইট
অস্ট্রেলিয়ান ওপেনে নক্ষত্র পতনের মিছিল অব্যাহত থাকল সোমবারও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্যারলিন ওজনিয়াকি, দ্বিতীয় বাছাই অ্যাঞ্জেলিক কারবার, মারিয়া শারাপোভার পর এবার বিদায় নিলেন শীষর্ বাছাই সিমোনা হালেপও। তবে অঘটনের শিকার হয়ে নয়, হালেপ হেরেছেন মেয়েদের টেনিস ইতিহাসেরই অন্যতম সেরা সেরেনা উইলিয়ামসের কাছে। অস্ট্রেলিয়ান ওপেনে যেভাবে খেলছেন, যেন পুরনো সেরেনাই ফিরে এসেছেন কোটের্। রুমানিয়ান সুন্দরি হালেপ লড়াই গড়ার চেষ্টা করলেও শেষতক পেরে উঠেননি। তাকে ৬-১, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে কোয়াটার্র ফাইনালে উঠে গেছেন সেরেনা। জয়ের পর হালেপের লড়াকু মানসিকতা নিয়ে তিনি বলেছেন, ‘আমি মনে এ কারণেই সে নম্বর ওয়ান। সে তার খেলাটাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। আমি পারিনি, একই পযাের্য় নিজেকে নিয়ে যেতে। সুতরাং আমাকে আমার খেলার দিকে নজর দিতে হবে।’ বুঝাই যাচ্ছে, ম্যাচ জয়ের পরও হালেপের বিপক্ষে নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন সেরেনা। তবে কোয়াটার্র ফাইনাল নিশ্চিত করতে পেরে মাকির্ন কৃষ্ণকলি বেশ আনন্দিত। শেষ আটে তিনি লড়বেন সপ্তম বাছাই ক্যারলিনা প্লিসকোভার বিপক্ষে, চতুথর্ রাউন্ডে যিনি ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন গাবির্ন মুগরুজাকে। একই দিনে শেষ ষোলোর গÐি পেরিয়েছেন চতুথর্ বাছাই নওমি ওসাকা আর ইলিনা সভেতলিনাও। ছেলেদের একক থেকে বিদায় নিয়েছেন চতুথর্ বাছাই জামার্ন তারকা আলেক্সান্ডার জেভরেভ। ষষ্ঠাদশ বাছাই মিলোস রওনিকের সামনে দাড়াতেই পারেননি তিনি। প্রথম দুই সেট হেরে যান ৬-১, ৬-১ গেমে। এরপর তৃতীয় সেটটি টাইব্রেকার পযর্ন্ত টেনে নিয়েও শেষরক্ষা করতে পারেননি জামার্ন তরুণ। হেরে যান ৬-৭ (৫/৭) গেমে। এদিকে প্রথম দুই সেট জিতেও জাপানিজ কেই নিশিকোরির সঙ্গে পেরে উঠেননি কারেনো বুস্তা। দুদার্ন্তভাবে লড়াইয়ে ফিরে অষ্টম বাছাই নিশিকোরি ম্যাচটা জিতে নেন ৭-৬ (১০/৮), ৬-৪, ৬-৭ (৪/৭), ৪-৬, ৬-৭ (৮/১০) গেমে।