বদলি মেসিতে বাসার্র হাসি

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলের পর লিওনেল মেসির উচ্ছ¡াস। বদলী হিসেবে মাঠে নেমে তিনিই জয় উপহার দিয়েছেন বাসেের্লানাকে Ñওয়েবসাইট
স্প্যানিশ লা-লিগায় শিরোপার দৌড়ে ছন্দ ধরে রাখল বাসেের্লানা। বদলি হিসেবে নামা লিওনেল মেসির জাদুকরি পারফরম্যান্সে রোববার রাতে নিজেদের মাঠে লেগানেসকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। উসমান ডেম্বেলের গোলে শুরুতে এগিয়ে গেলেও সমতায় ফিরেছিল লেগানেস। এরপর মাঠে নেমে লুইস সুয়ারেজকে দিয়ে গোল করিয়ে এবং নিজে গোল করে বাসাের্ক জিতিয়েছেন মেসি। বাসার্র মতো ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। হাডাসির্ফল্ডকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে টটেনহাম। চ্যাম্পিয়নস লিগের কথা মাথায় রেখে রোববার ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে মেসিকে শুরুর একাদশে রাখেননি আনেের্স্তা ভালভাদের্। চলতি মৌসুমে এই নিয়ে দ্বিতীয়বার এমনটি ঘটলো। তবে বদলি হিসেবে মাঠে নেমেই ম্যাচের চেহারা বদলে দেন খুদে জাদুকর। ৬৪ মিনিটে যখন তার ডাক পড়ে, তখন স্কোর লাইন ঝুলছিল ১-১ সমতায়। ৩২ মিনিটে ডেম্বেলের গোলে এগিয়ে শুরু হয়েছিল বাসার্র। ৫৭ মিনিটে লেগানেসের ব্র্যাথওয়েট সমতা ফেরান। এরপর ৬৮ মিনিটে বাসার্র জন্যে ধাক্কা হয়ে আসে ডেম্বেলের গোড়ালির চোট। মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। এমতাবস্থায় ৭১ মিনিটে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে দুদার্ন্ত গতির শট নিয়েছিলেন মেসি। বল ঠিকমতো আয়ত্তে নিতে পারেননি লেগানেস গোলরক্ষক। ফিরতি শটে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়িয়ে দেন সুয়ারেজ। অবশ্য এই গোলটিতে লেগানেস ফাউলের আবেদন করেছিল রেফারির কাছে। রিভিউ নেয়ার পর দীঘর্ক্ষণ দেখেই সিদ্ধান্ত বাসার্র পক্ষে আসে। মেসির ভূমিকায় দ্বিতীয় গোল আসার পর প্রাণভোমরা নিজেই ইনজুরি সময়ে করলেন দলের হয়ে তৃতীয় গোল। চলতি লিগে এটি তার ১৮তম গোল। তাতেই বড় জয় বাসার্র। ২০ ম্যাচে শীষের্ থাকা কাতালানদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। এদিকে প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৮ মিনিটে দানিলোর জোরালো শট হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়ান ক্রিস্টোফার শিন্ডলার। এর মধ্য দিয়ে এ মৌসুমে শততম গোলটি পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতায় মাত্র ৩৫ ম্যাচে এই মাইলফলকে পেঁৗছায় তারা। মাইলফলক ছোয়ার পর ম্যাচের ৫৪ মিনিটে লেরয় সানের চমৎকার ক্রসে রহিম স্টালির্ংয়ের হেডে ব্যবধান দ্বিগুন হয় ম্যানসিটির। তার দুই মিনিট পর হাডাসির্ফল্ডের জালে শেষবারের মতো বল পাঠান সানে (৩-০)। এই জয়ে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ম্যানসিটি। সমান ম্যাচে তাদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে টেবিলের শীষের্ রয়েছে লিভারপুল। আর ৫১ পয়েন্ট নিয়ে টেবেলের তৃতীয় স্থানে টটেনহাম।