স্বপ্নে বিভোর মালিক

আমাদের চ্যাম্পিয়ন হওয়ার ভালো একটা সম্ভাবনা রয়েছে। তবে এটা মনে মনে ভাবলে চলবে না, সেটা মাঠে আমাদেরকে করে দেখাতে হবে

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের মাটিতে আইসিসির বড় কোনো টুনাের্মন্ট মানেই পাকিস্তানের পোয়াবারো। ক্রিকেটের জনক দেশটিতেই ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল ইমরান খানের দল। এরপর ২০০৯ সালে টি২০ বিশ্বকাপ এবং ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও পাকিস্তান জিতেছে ইংল্যান্ডের মাটিতে। মাঝে খেলেছে ১৯৯৯ বিশ্বকাপের ফাইনাল। সেই ইংল্যান্ডেই চলতি বছরের মে-জুনে বসতে যাচ্ছে বিশ্বকাপের এবারের আসর। এই বিষয়টাই আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে পাকিস্তানের বষীর্য়ান ব্যাটসম্যান শোয়েব মালিককে। যে দেশটির মাটিতে এত এত সাফল্যগাথা পাকিস্তানের, সেই দেশটিতে গিয়ে আরও একবার দারুণ কিছু করে দেখানোর আশাটা অমূলক নয়। তবে স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবরূপ দেয়ার কাজটা করতে হবে দলের খেলোয়াড়দের। পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের তাই সাফ কথা, ‘আমাদের চ্যাম্পিয়ন হওয়ার ভালো একটা সম্ভাবনা রয়েছে। তবে এটা মনে মনে ভাবলে চলবে না, সেটা মাঠে আমাদেরকে করে দেখাতে হবে।’ ৩৬ বছর বয়সী শোয়েব মালিকের এটাই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তাই ব্যক্তিগতভাবেও এবারের বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান তিনি, ‘আমরা সবাই ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি। সেরাদের নিয়েই দল গড়া হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি এই বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চাই। তাই প্রত্যেকটা ম্যাচই আমাদের ভালো খেলতে হবে, একই সঙ্গে ভালো পারফরম্যান্স করতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। ৩১ মে’র সেই ম্যাচের পর ইংল্যান্ড এবং ভারতের বিপক্ষে খেলবে তারা। বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচটি হবে ১৬ জুন।