সমাধান পেয়ে গেছে রাজশাহী কিংস!

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের ষষ্ঠ আসরের শুরু থেকেই টপঅডার্র ব্যাটসম্যানদের নিয়ে সমস্যায় ভুগছে রাজশাহী কিংস। লরি ইভান্স, মুমিনুল হক, সৌম্য সরকাররা সুবিধা করতে না পারায় তরুণ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকেই ব্যাট হাতে ইনিংসের সূচনায় দেখা গেছে। বাজিয়ে দেখা হয়েছে শাহরিয়ার নাফীসকেও। কিন্তু কেউ সেভাবে জ্বলে উঠতে পারেনি। তবে সবশেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারানোর দিনে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি হঁাকিয়েছেন ইভান্স। এতেই সমস্যার সমাধান পেয়ে গেছে রাজশাহী, দলটিতে বেড়েছে ব্যাটিং নিভর্রতা। টপ অডাের্র সৌম্যর ব্যাটেই নিভর্রতা খঁুজতে চেয়েছিল রাজশাহী। কিন্তু পঁাচ ম্যাচে সাকল্যে ৩৫ রান করে এই বাহাতি কেবল হতাশাই উপহার দিয়েছেন। রাজশাহীর শেষ দুই ম্যাচে তো একাদশেই জায়গা হয়নি তার। তবে পরের ম্যাচগুলোতে তিনি সুযোগ পাবেন বলেই জানিয়েছেন দলের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল। অথার্ৎ দুরন্ত ছন্দে থাকা চিটাগং ভাইকিংসের বিপক্ষে আজ ইভান্সের সঙ্গে ইনিংসের সূচনায় দেখা যেতে পারে সৌম্যকে। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। এরপর সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের মুখোমুখি হবে সিলেট সিক্সাসর্। পয়েন্ট টেবিলের তলানির দুই দলের লড়াই, স্বভাবতই খুলনা-সিলেট ম্যাচ নিয়ে তেমন একটা আগ্রহ থাকার কথা নয়। তবে ম্যাচটি দুই দলের জন্যই শেষ সম্ভাবনাটুকু টিকিয়ে রাখার। ৮ খেলায় ৭ পরাজয়ে বিদায় বলতে গেলে নিশ্চিতই করে ফেলেছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। তবে ৭ খেলায় দুই জয় পাওয়া সিলেটের সুযোগ আছে শেষ চারে জায়গা করে নেয়ার। সেক্ষেত্রে পরবতীর্ ম্যাচগুলোতে জিততে হবে তাদের। এমতাবস্থায় দলটি মাঠে নামতে যাচ্ছে নতুন অধিনায়ক সোহেল তানভীরের নেতৃত্বে। পাকিস্তানি এই পেসার বিপিএলে কোনো দলকে নেতৃত্ব দেয়ার গুরুদায়িত্ব পেয়ে গবির্ত। তবে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে তার সামনে। একে পয়েন্ট টেবিলে দল ভালো অবস্থানে নেই। তারওপর কুনুইয়ের চোট নিয়ে নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ানার্র দেশে ফিরে যাওয়ায় ব্যাটিংয়েও শক্তি কমেছে। এরপরও ভালো কিছু করে দেখানোর আশা ছাড়ছেন না তানভীর, ‘এ মুহূতের্ আমাদের দল ভালো অবস্থানে নেই। তবে আমরা সবোর্চ্চ চেষ্টা করব। দলকে উজ্জীবিত রাখতে হবে। আমরা হয়তো জয়ের দিক থেকে একটা বা দুইটা ম্যাচ পিছিয়ে আছি। যদি মোমেন্টাম পাওয়া যায়; ক্রিকেটে কি হবে কেউ বলতে পারে না। প্রতিটি টুনাের্মন্টেই শেষ ম্যাচে গিয়ে নিধার্রণ হয় পরের ধাপে কারা কারা যাচ্ছে। যে কারণে বলছি, আমরা ভালো জায়গায় দঁাড়িয়ে না থাকলেও চেষ্টা করবো টানা দুটি ম্যাচ জিততে।’ সেরা চারে জায়গা করে নেয়ার পথে নিজেদের একধাপ এগিয়ে নেয়ার জন্য চিটাগংয়ের বিপক্ষে আজ জয় দরকার রাজশাহীর। দরকারটা মেটাতে কেবল বোলিং লাইনআপ জ্বলে উঠলেই চলবে না, ব্যাটসম্যানদেরও আলো ছড়াতে হবে। আগের ম্যাচে ইভান্স-ডেসকাটেরা যেমন ব্যাটিং প্রদশর্নী দেখিয়েছেন, তাতে বেশ আত্মবিশ্বাসী রাজশাহী শিবির। মঙ্গলবার মিরপুরে দলের অনুশীলনের ফঁাকে সহকারী কোচ মিজানুর বললেন, ‘আমাদের বোলিং সাইড খুবই ভালো। আমাদের ছেলেরা ভালো করছে। সেই ক্ষেত্রে ভালো সংগ্রহ দাঁড় করাতে পারলে ভালো করতে পারব।’ রাজশাহী এবার টপঅডার্র কম্বিনেশন সমস্যাও কাটিয়ে ওঠতে পারবে বলে মনে করছেন মিজানুর। এ প্রসঙ্গে বললেন, ‘আমাদের দলে (জনসন) চালর্স এসেছে। এই (টপঅডার্র) সমস্যাটা হয়তো এখন আমরা কাটিয়ে উঠতে পারব। আমাদের টপঅডাের্রর কম্বিনেশন হচ্ছিল না, তাই তাকে আমরা নিয়ে এসেছি। প্রথম ছয় ওভারের পাওয়ার প্লে-টা যদি ব্যবহার করতে পারি, হয়তো আমরা খুব ভালো করব।’